Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কবে থেকে চলবে লোকাল ট্রেন? রাজ্যকে চিঠি দিয়ে জানালো রেল

আনলক-১ এ খুলে গিয়েছে সমস্ত সরকারি-বেসরকারি অফিস। কিন্তু অফিস খুললেও যাত্রী পরিবহনের জন্য রাস্তায় নেই পর্যাপ্ত ব্যবস্থা। বেশিরভাগ রুটেই এখনো বেসরকারি বাস ঠিকমতো চলছেনা। সাধারণ যাত্রীদের কাছে ভরসা বলতে একমাত্র…

Avatar

আনলক-১ এ খুলে গিয়েছে সমস্ত সরকারি-বেসরকারি অফিস। কিন্তু অফিস খুললেও যাত্রী পরিবহনের জন্য রাস্তায় নেই পর্যাপ্ত ব্যবস্থা। বেশিরভাগ রুটেই এখনো বেসরকারি বাস ঠিকমতো চলছেনা। সাধারণ যাত্রীদের কাছে ভরসা বলতে একমাত্র সরকারি বাস। চলছে না লোকাল ট্রেনও। আর লোকাল ট্রেন না চলার জন্য যে সমস্ত অফিসযাত্রী দূর থেকে আসেন তারা পড়েছেন প্রবল সমস্যায়। রেলের তরফে জানানো হয়েছে পুরো জুন মাসেই চলবে না কোনো লোকাল ট্রেন।

কিন্তু রেলের কর্মীদের জন্য চলছে কিছু স্পেশাল ট্রেন। এই স্পেশাল ট্রেন গুলিতে সাধারণ যাত্রীরা যাতে না উঠে পড়েন তার জন্য প্রশাসনকে চিঠি দিলো পূর্ব রেল। পূর্ব রেলের তরফে কলকাতা পুলিশ এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়ে জানিয়েছে, এই স্পেশাল ট্রেন গুলিতে সাধারণের প্রবেশ নিষেধ এবং যাতে কোনো সাধারণ যাত্রী না উঠে পড়ে এই বিষয়টি রাজ্য প্রশাসনকে দেখতে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত প্রায় দুই মাস ধরে চলছিল এই ধরণের ট্রেন। কিন্তু সোমবার থেকে অফিস খুলে যাওয়ায় এই ট্রেন গুলিতে সাধারণ যাত্রীরা উঠে পড়তে পারেন। ফলে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা হতে পারে, তাই রাজ্য প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে রেলের তরফে।

About Author