করোনা সংক্রমণ দ্রুত হারে বাড়ছে। দিনদিন সংক্রমণের সংখ্যা বাড়ছে বইকি কমছে না। যা যথেষ্ট উদ্বেগের কারণ। দেশে যে হারে সংক্রমণ বাড়ছে তাতে খুব দ্রুত আমেরিকার পর ভারতের স্থান হতে পারে। দেশের পাশাপাশি সংক্রমণ বাড়ছে রাজ্যতেও। বাংলায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪২৬ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৬১৩ জন। বাড়ছে মৃতের সংখ্যা ও। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। মোট মৃতের সংখ্যা ৪০৫ জন। আর সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৪৬৫ জন।
জেলাভিত্তিক সংক্রমণের পরিসংখ্যানের তালিকা-
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now১) কলকাতা- মোট সংক্রমিত ২,৮৮৬ জন।
২) হাওড়া – মোট সংক্রমিত ১,৪৫৭ জন।
৩) উত্তর ২৪ পরগনা- মোট সংক্রমিত হয়েছেন ১১৫৮ জন।
৪) হুগলি -মোট সংক্রমিত ৬০২ জন।
৫) দক্ষিণ ২৪ পরগনা – মোট সংক্রমিত এখনও পর্যন্ত ২৯৫ জন।
৬) মালদা – মোট সংক্রমিত ২৩১ জন।
৭) উত্তর দিনাজপুর – মোট সংক্রমিত ২০৭ জন।
৮) কোচবিহার – মোট সংক্রমণের সংখ্যা ২০৫ জন।
৯) বীরভূম- মোট সংক্রমিত ২০৪ জন।
১০) পশ্চিম মেদিনীপুর – মোট সংক্রমিত ১৭৮ জন।
১১) পূর্ব মেদিনীপুর- মোট সংক্রমিত ১৪৪ জন।
১২) বাঁকুড়া – মোট সংক্রমিত ১৪০ জন।
১৩) নদীয়া- এখনও পর্যন্ত মোট সংক্রমণ ১৩৪ জন।
১৪) মুর্শিদাবাদ – মোট সংক্রমিত ১২৯ জন।
১৫) পূর্ব বর্ধমান – মোট সংক্রমিত ১২৫ জন।
১৬) দার্জিলিং- সংক্রমিত হয়েছেন মোট ১০২ জন।
১৭) জলপাইগুড়ি- মোট সংক্রমিত ৯৫ জন।
১৮) পশ্চিম বর্ধমান -মোট সংক্রমিত ৮২ জন।
১৯) পুরুলিয়া- সংক্রমিত হয়েছেন ৬৩ জন।
২০) দক্ষিণ দিনাজপুর- মোট সংক্রমিত ৪৪ জন।
২১)আলিপুরদুয়ার – মোট সংক্রমিত ৩৭ জন।
২২) কালিম্পঙ- সংক্রমণের সংখ্যা ১৮।
২৩) ঝাড়গ্রাম- মোট সংক্রমিত হয়েছেন ১১ জন।
রাজ্যে সংক্রমণের হার বাড়লেও তার সাথেই বাড়ছে সুস্থতার হার ও। তাই এই উদ্বেগের মধ্যেও স্বস্তি পাচ্ছেন সাধারণ মানুষ।