Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আর মাত্র দুই দিন, ৫ রাজ্যে রেড অ্যালার্ট জারি করলো হাওয়া অফিস

যতদিন যাচ্ছে গরমের দাপট যেন ততই বাড়ছে। জুন মাস পরে গেলেও বৃষ্টির সেভাবে দেখা মিলছে না। বৃষ্টি হলেও বিক্ষিপ্ত ভাবে পড়ছে, তাই গরমের হাত থেকে স্বস্তি মিলছে না। যে ভাবে…

Avatar

যতদিন যাচ্ছে গরমের দাপট যেন ততই বাড়ছে। জুন মাস পরে গেলেও বৃষ্টির সেভাবে দেখা মিলছে না। বৃষ্টি হলেও বিক্ষিপ্ত ভাবে পড়ছে, তাই গরমের হাত থেকে স্বস্তি মিলছে না। যে ভাবে গরম বাড়ছে তাতে মানুষ এখন বৃষ্টির জন্য অপেক্ষা করছেন। আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে, সে অনুযায়ী বৃষ্টি হলেও সেই স্বস্তি মিলছে না।

আর মাত্র দুই দিন, ৫ রাজ্যে রেড অ্যালার্ট জারি করলো হাওয়া অফিস

তবে এবার মৌসম ভবন জানিয়েছে, এই বছর একদম ঠিক সময়ে বৃষ্টি আসবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এই বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে যথেষ্ট পরিমানে বৃষ্টি হবে। মূলত দক্ষিণের ছয় রাজ্যে মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে। ফলে এই রাজ্যগুলিতে আগামী কয়েকদিনের মধ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। এই রাজ্যগুলি হল- গোয়া, মধ্য-আরব সাগর, কর্ণাটক, কোঙ্কন, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা,ও  বঙ্গোপসাগরের কিছু অংশে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
আর মাত্র দুই দিন, ৫ রাজ্যে রেড অ্যালার্ট জারি করলো হাওয়া অফিস

এদিকে গতকাল বাংলার একাধিক জেলা ও কোলকাতাতে বিকেলের পর সামান্য বৃষ্টি হয়েছে। রবিবার ও কলকাতাতে বৃষ্টি হয়েছিল। তবে রবিবারের বৃষ্টিপাতের পরিমাণ বেশি ছিল, তাই বেশ কিছু রাস্তাতে জল জমে গিয়েছিল। আজ সকাল থেকেই কলকাতার আকাশ রোদ ঝলমলে। তাপমাত্রার পারদ চড়ছে। প্রতিদিনই তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে। আজ ও একই তাপমাত্রা রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির কাছাকাছি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকবে।

About Author