কৌশিক পোল্ল্যে: মাত্র দুই বছর আগেই সেরেছিলেন বিয়ে এরইমধ্যে চিরঘুমে তলিয়ে গেলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবি সারজা। বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। গতকাল দুপুরে তার মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছে গোটা সিনেজগৎ। পরশু দিন সন্ধ্যায় শ্বাসকষ্টজনিত সমস্যায় তাকে ব্যাঙ্গালুরুর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমদিকে তার শারীরিক অবস্থার খানিক উন্নতি হলেও পরে ভাঙতে শুরু করে তার শরীর।
গতকাল দুপুরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার করোনা ভাইরাসের সংক্রমণ ছিল কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে হৃদরোগে শরীর বিকল হয়েই তার মৃত্যু হয়, কারন হিসেবে চিকিৎসকরা জানিয়েছেন। ২০১৮ সালে অভিনেত্রী মেঘনা রাজের সঙ্গে তার বিয়ে হয়েছিল, তবে নতুন জীবনের পা দেওয়ার ঊষালগ্নে চলে গেলেন এই অভিনেতা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now২০০৯ সালে বায়ুপুত্র নামক সিনেমায় তার অভিষেক ঘটে। এরপর ‘চিরু’, ‘সিনগ্র’, ‘আম্মা আই লাভ ইউ’ প্রভৃতি সিনেমায় তিনি অভিনয় করেছেন। তার মৃত্যুতে ট্যুইটারে শোকপ্রকাশ করেছেন দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন।