Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আনারস নয়, বোমা ভর্তি নারকেল খাওয়ানো হয়েছিল অন্তঃসত্ত্বা হাতিটিকে, জেরায় জানাল অভিযুক্ত

কেরলের মালাপ্পুরমে একটি অন্তঃসত্ত্বা হস্তিনীর বাজি ভর্তি আনারস খাওয়ার ফলে মৃত্যুকে ঘিরে তোলপাড় গোটা দেশ। ওই ঘটনার এক সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর একজনকে গত শুক্রবার গ্রেফতার করা হয়েছে।…

Avatar

কেরলের মালাপ্পুরমে একটি অন্তঃসত্ত্বা হস্তিনীর বাজি ভর্তি আনারস খাওয়ার ফলে মৃত্যুকে ঘিরে তোলপাড় গোটা দেশ। ওই ঘটনার এক সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর একজনকে গত শুক্রবার গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ওই অভিযুক্তের নাম উইলসন। বছর ৪০ এর ওই ব্যক্তি পেশায় একজন রাবার চাষি। অভিযুক্ত ওই ব্যক্তি জেরায় জানিয়েছে, আনারস নয়, নারকেলের মধ্যে বোমা ভরে রাখা হয়েছিল। সেই বোমা ভর্তি নারকেল খেয়েই মৃত্যু হয় অন্তঃসত্ত্বা হাতিটির।

অভিযুক্ত জেরায় আরও জানিয়েছে, ওই গ্রামে অনেক বন্য প্রাণী অর্থাৎ বুনো শুয়োর ও অন্যান্য পশু ঢুকে পড়ে এবং ফসল নষ্ট করে দেয়। সেই পশুদের হাত থেকে ফসল বাঁচাতে ফলের মধ্যে বোমা রেখে দেওয়া হয়। সেরকম ভাবেই নারকেলের মধ্যে বোমা রাখা হয়। আর সেই বোমা ভর্তি নারকেল খেয়ে ফেলে হাতিটি। এরফলে হাতিটির মুখেই ফাটতে থাকে বোমা ভর্তি নারকেল এবং রক্ত পড়া শুরু হয়। নিরীহ ওই অন্তঃসত্ত্বা হাতিটিকে মানুষের পাশবিক কাজের মাসুল গুনতে হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এই ঘটনায় আরও দুই জন জড়িত রয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের উদ্দেশ্যে ইতিমধ্যেই চিরুনি তল্লাশি চালিয়েছে পুলিশ। ওই ঘটনার পর আরও ১৪ দিন বেঁচে ছিল হাতিটি। এক ফোঁটা খাবার বা জল মুখে তোলেনি সে। শারীরিক কষ্ট কিছুটা নিবারনের জন্য ভেল্লিয়ার মাঝ নদীতে গিয়ে ঠায় দাঁড়িয়ে ছিল সে। এরফলে তাঁর ফুসফুসে জল ঢুকে যায় যার ফলে প্রাণ হারায় হাতিটি। এমনটাই অনুমান ময়নাতদন্তে।

About Author