পঞ্চম দফার লকডাউন থেকেই ধীরে ধীরে শিথিল হয়েছে। অনেক কিছুই এখন আনলক করা হয়েছে। মূলত দীর্ঘদিন লকডাউনের জেরে ভারতের অর্থনীতি তলানিতে এসে পড়েছিল। এবার থেকে সেই অর্থনীতিকে ফের সচল করার জন্যই অনেক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। বিভিন্ন আর্থিক ক্ষেত্রে শেষ সময়সীমা ছিল ৩১ মার্চ। সেই সময়সীমাকে বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।
কোন কোন কাজ আপনাকে ৩০ জুনের মধ্যে করতেই হবে, আরেকবার জেনে নিন –
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now১) প্যান ও আধার কার্ডের সংযুক্তিকরণের সময়সীমা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে না করলে প্যান কার্ড বাতিল হতে পারে।
২) ২০১৮-২০১৯ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমার শেষ তারিখ ৩০ জুন।
৩) সাধারণত মে মাসে কর্মীদের ফর্ম ১৬ দিয়ে থাকে সংস্থাগুলি। এইবছর সেইটা বাড়িয়ে ১৬ থেকে ৩০ জুন করা হয়েছে।
৪) আবার পিপিএফ বা সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৩১ মার্চ পর্যন্ত নূন্যতম অর্থ জমা না করে থাকলে ৩০ জুনের মধ্যে সেই অর্থ জমা দিয়ে দেন। নাহলে জরিমানা লাগবে।
৫) ২০১৯-২০২০ অর্থবর্ষের আইটিআর দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর করা হয়েছে। আর কর ছাড়ের জন্য ৮০ সি, ৮০ ডি, ৮০ ই ধারায় বিনিয়োগের সময়সীমা বেড়ে হয়েছে ৩০ জুন।