Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কেরালার গর্ভবতী মৃত হাতিকে বালি শিল্পের মাধ্যমে ফুটিয়ে তুললেন বিহারের এক যুবক

শ্রেয়া চ্যাটার্জি - আতসবাজি ভর্তি আনারস খাইয়ে মেরে ফেলা হলো এক গর্ভবতী হাতিকে এমন নৃশংস ঘটনাটি ঘটেছে কেরালায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পশু প্রেমীরা উত্তাল হয়ে উঠেছে। ঘটনাটি প্রত্যেকেই সরব হয়ে…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – আতসবাজি ভর্তি আনারস খাইয়ে মেরে ফেলা হলো এক গর্ভবতী হাতিকে এমন নৃশংস ঘটনাটি ঘটেছে কেরালায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পশু প্রেমীরা উত্তাল হয়ে উঠেছে। ঘটনাটি প্রত্যেকেই সরব হয়ে উঠেছেন দোষীদের শাস্তির জন্য। বিহারের ছাপড়া জেলার একজন বালি শিল্পী অশোক, যিনি তার বালি শিল্পের মাধ্যমে এই মৃত হাতিটিকে তুলে ধরেছেন। অশোক এক আশা নিয়েই তার শিল্পের বিষয় বস্তুকে মৃত হাতিটি করেছেন, যাতে করে দোষী শাস্তি পায়। ছাপড়ার সিধি ঘাটে এই শিল্পী তার শিল্পকে ফুটিয়ে তুলেছেন।

গর্ভবতী হাতিটি খিদের জ্বালায় খেয়ে ফেলেছিল একটি আনারস। সে জানতো না মানুষরূপী পশুরা সেই আনারসের মধ্যে ভরে রেখেছে আতস বাজি। মুখে দেওয়ার সাথে সাথেই মুখ ফেটে চৌচির হয়ে যায়। রক্তের বন্যা বইতে শুরু করেছে। জ্বালা-যন্ত্রণা সহ্য করতে না পেরে কাছাকাছি একটি জলাশয় হাতি গিয়ে দাঁড়িয়ে থাকে। হয়তো ভেবেছিল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবে। কিন্তু তা আর হলো কই? দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা গেল হাতিটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পোস্টমর্টেম রিপোর্টে জানা যায়, হাতিটির ছয় মাসের অন্তঃসত্ত্বা। সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখাও গেছে সেই ছয় মাসের ছোট্ট শিশু হাতির দেহ। দলা পাকিয়ে কেঁদে উঠেছে গোটা ভারতবাসীর মন-প্রাণ। মানুষের মনুষ্যত্ব সত্যি হারিয়েছে কিনা এ নিয়ে প্রশ্ন

About Author