Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে গান গাইলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক, দেখুন ভিডিও

দেশ লড়ছে করোনার সাথে। আর এই লড়াইয়ে দেশের মানুষের পাশে নিজেদের সর্বশক্তি দিয়ে লড়ছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। এবার এই করোনা যোদ্ধাদের জন্য একটি মিউজিক ভিডিও প্রকাশ করলেন কোচবিহারের বিজেপি সাংসদ…

Avatar

দেশ লড়ছে করোনার সাথে। আর এই লড়াইয়ে দেশের মানুষের পাশে নিজেদের সর্বশক্তি দিয়ে লড়ছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। এবার এই করোনা যোদ্ধাদের জন্য একটি মিউজিক ভিডিও প্রকাশ করলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। মঙ্গলবার রাতে টুইটারে এই ভিডিওটি পোস্ট করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ একাধিক নেতাদের তিনি ট্যাগও করেন টুইটে। গানটি পোস্ট করার পরেই তাঁর গান মন ছুঁয়েছে নেটিজেনদের।

চার মিনিটের মিউজিক ভিডিওর গানটি লিখেছেন বিক্রম মজুমদার। গেয়েছেন নিশীথ প্রামাণিক নিজেই। গানটির শুরু হয়েছে, “জনমানবহীন এই লকডাউনে, খুঁজে পেয়েছি মোরা জীবনের আধার/ অর্থ বড় নয়, নয় অহঙ্কার, জেনে গিয়েছি বিধির আসল আবিষ্কার/ ছোঁয়াচে ব্যধির কালো ছায়ায়, সূর্যের আলো মেঘে ঢাকা/ কালবৈশাখীর এই বজ্রে, ধুয়েমুছে যাক যা ধুলো মাখা”-এমনভাবে। একই সাথে ভিডিওটিতে দেশের বিভিন্ন প্রান্তের সাথে কোচবিহারের বিভিন্ন জায়গার ড্রোন শটও যুক্ত করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভিডিওর মাধ্যমে করোনার সাথে লড়াই করা স্বাস্থ্যকর্মীদের কথা তুলে ধরেছেন তিনি। খুব তাড়াতাড়ি এই অন্ধকার কেটে আবার আলো ফিরবে বলে তার গানের মাধ্যমে বুঝিয়েছেন নিশীথ। কোচবিহারের সাংসদের এই নতুন অবতারে খুশি তার অনুগামীরা। টুইটারে ভিডিওটি পোস্ট হওয়ার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায়। তার মিউজিক ভিডিওর প্রশংসা করেছেন সকলেই। নিশীথের গানের প্রশংসা করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁও।

About Author