জম্মু-কাশ্মীরে ১৩ জঙ্গিকে খতম করলো ভারতীয় সেনা। এদিন জম্মু-কাশ্মীরের মেন্ধর-পুঞ্চ সেক্টর এলাকায় এই ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিরা। সেই সময়েই সেনাবাহিনীর জওয়ানদের সাথে গুলির লড়াই হয় জঙ্গিদের। সেখানেই মারা যায় ১০ জন। এর আগে আজ সকালে জম্মু-কাশ্মীরের রাজৌরির নওসেরা সেক্টরে ৩ জঙ্গিকে বিপুল অস্ত্রশস্ত্র সহ খতম করে ভারতীয় সেনাবাহিনী। তারপর মেন্ধর-পুঞ্চ সেক্টরে ১০ জঙ্গিকে খতম করে।
সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যম এর তরফে জানা যাচ্ছে, ২৮শে মে থেকে জম্মু-কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ আটকাতে অভিযান শুরু করেছে সেনা। এর ফলে একাধিক জায়গায় জঙ্গিদের সাথে গুলির লড়াই হয়েছে সেনাবাহিনীর। নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক জায়গায় গোলাগুলির লড়াই চলেছে গত কয়েকদিন থেকে। তার মধ্যে আজ বিশাল সাফল্য পেলো সেনাবাহিনীর জওয়ানরা। একই সাথে ১০ জন জঙ্গিকে খতম করতে সফল হলো সেনাবাহিনী। মত ১৩ জন জঙ্গিকে খতম করলো একদিনে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত, কয়েকদিন আগেই গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছিল পাকিস্তানে তালিবানের ২০ জন বিশেষ জঙ্গিদের তালিম সেওয়া হচ্ছে, জম্মু-কাশ্মীরে হামলা চালানোর জন্য। এদিকে ভারত ও চীনের মধ্যে ক্রমশ উত্তেজনা বাড়ার সাথে সাথেই এই সুযোগে ভারতে জঙ্গি অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে।