Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবার মাত্র ১০ মিনিটেই প্যান কার্ড তৈরির সুবিধা আনলো আয়কর দপ্তর

যদিও আগে প্যানকার্ড বের করা খুবই ঝামেলার ব্যাপার ছিল তবে বর্তমানে আয়কর দপ্তর এমন এক সুবিধা নিয়ে এসেছে যার মাধ্যমে এটি বের করতে ১০ মিনিটের মতো সময় লাগবে। এই নতুন…

Avatar

যদিও আগে প্যানকার্ড বের করা খুবই ঝামেলার ব্যাপার ছিল তবে বর্তমানে আয়কর দপ্তর এমন এক সুবিধা নিয়ে এসেছে যার মাধ্যমে এটি বের করতে ১০ মিনিটের মতো সময় লাগবে। এই নতুন সুবিধাটিতে যদি করদাতার আধার কার্ড থাকে তবে সহজেই e-PAN পাওয়া যাবে৷ e-PAN কার্ডটি দেখতে পুরোপুরি ল্যামিনেটেড প্যান কার্ডের মতোই। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডিম্যাট খুলতে বা অন্য কাজেও এটি ব্যবহার করতে পারবেন।

এটি পেতে যে পদ্ধতির অবলম্বন করতে হবে আসুন সেটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই –

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১. প্রথমে আয়কর বিভাগের ই- ফিলিং পোর্টাল খুলতে হবে।

২. এরপর আধার কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট প্যান সেকশনে যেতে হবে। তারপর ক্যুইক লিংকে ক্লিক করতে হবে।

৩. নিউ প্যান অপশনে ক্লিক করতে হবে।

৪. সেখানে আধার নম্বরটি দেওয়ার পর ক্যাপচা কোড দিয়ে একটি ওটিপি পাওয়া যাবে এরপর সেটিকে যাচাই করতে হবে।

৫. যাচাই করার পর পিডিএফ ফর্ম্যাটে প্যান কার্ডের কপি পেয়ে যাবেন আবেদনকর্তা ৷ এর মধ্যে থাকা QR Code এ আবেদনকারীর ডেমোগ্রাফিক ডিটেইল ও ছবি থাকবে ৷

৬. আবেদন করার সময় রেজিস্টার্ড মোবাইল নম্বরটিতে একটি ১৫ ডিজিটের নম্বর পাঠানো হবে। এই নম্বরের সাহায্যে e-PAN ডাউনলোড করা যেতে পারে ৷

৭. এর থেকে একটি কপি ই-মেল আইডিতে পাঠানো হবে৷ উল্লেখযোগ্য, আধার কার্ড থেকে ই-মেল আইডি রেজিস্টার্ড থাকা বাধ্যতামূলক।

যদিও NSDL ও UTITSL এর মাধ্যমেও প্যান কার্ড জারি করা হয় তবে সেখানে চার্জ দিতে হয় ৷ কিন্তু আয়কর বিভাগের ওয়েবসাইটে বিনামূল্যে প্যান কার্ড তৈরি করা যায়। এর জন্য সময় লাগে মাত্র ১০ মিনিট। আয়কর বিভাগের তরফ থেকে জানা গিয়েছে ইতিমধ্যেই ৬.৭ লক্ষ মানুষ এই ইনস্ট্যান্ট পদ্ধতিতে প্যান কার্ড তৈরি করেছেন।

About Author