গতকালের মতো আজও ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা আছে আজ। এই গোটা সপ্তাহ ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। গতকাল বিকেলে বৃষ্টির পর থেকেই আকাশ মেঘলা, আজ সারাদিন এমন থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। রবিবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু কম থাকবে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়ার একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বৃষ্টির পাশাপাশি ঝড় হওয়ার সম্ভাবনার কথাও জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আজ কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
গতকাল বিকেলে কলকাতা এবং আশেপাশের কয়েকটি অঞ্চলে বিকেলের পর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছিল। যার ফলে ভ্যাপসা গরম থেকে মুক্তি পেয়েছিল মানুষ। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ গতকাল ছিল ৫৬-৯৩ শতাংশ। দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ বিকেলের পর বৃষ্টি হতে পারে।