Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সোনুর পর এবার পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে বিশেষ উদ্যোগ ‘বিগ বি’র

কৌশিক পোল্ল্যে: দেশের স্বার্থে এগিয়ে এলেন অমিতাভ বচ্চন। দেশের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক নিজভূমে ফিরতে পারছিলেন না লকডাউনের কারনে। দেশের বড় শহরগুলিতে ভিড় জমানো এই পরিযায়ী শ্রমিকদের দল তাদের কাজ…

Avatar

কৌশিক পোল্ল্যে: দেশের স্বার্থে এগিয়ে এলেন অমিতাভ বচ্চন। দেশের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক নিজভূমে ফিরতে পারছিলেন না লকডাউনের কারনে। দেশের বড় শহরগুলিতে ভিড় জমানো এই পরিযায়ী শ্রমিকদের দল তাদের কাজ বন্ধ থাকার দরুন তারা বাড়ি ফিরতে চায়। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে উদ্যত হলেও এই মানুষগুলির সংখ্যা অনেকটাই বেশি হওয়ার কারনে ঘোর বিপাকে প্রশাসন। শ্রমিক স্পেশাল বাস বা ট্রেন চললেও তাতে চড়ে সকলে বাড়ি ফেরার সুযোগটুকু এখনও পাননি।

এই সকল মানুষদের সাহায্যে এবার বিশেষ উদ্যোগ বিগ বি’র। উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় দশটি বাস চালিয়ে অসংখ্য পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরানোর পরিকল্পনায় শেহেনশাহ। উত্তরপ্রদেশের অগনিত শ্রমিক মুম্বাইয়ে কর্মরত, যারা এখনও বাড়ি ফিরতে পারেননি, তাদের বাড়ি ফেরাতে চালানো হবে এই বাস।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও করোনাযুদ্ধে সামিল হয়ে প্রতিদিন রান্না করা খাবারের ৪৫০০টি প্যাকেট বিলি করছেন মুম্বাইতে। পাশাপাশি ১০ হাজার মাস্ক বিলি করতে শুরু করেছেন ওই দিন থেকেই। এরই সঙ্গে বিভিন্ন হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীসহ পুলিশকর্মীদের পিপিই দেওয়া থেকে শুরু করে মাস্ক ও স্যানিটাইজার সবটাই প্রদান করেছেন অমিতাভ।

চতুর্থ দফার লকডাউন প্রায় শেষের পথে তবু দেশের করোনা পরিস্থিতির এতটুকু উন্নতি হয়নি বরং ক্রমশ তা এগিয়েছে অবনতির দিকে। আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ভারত করোনা তালিকায় প্রথম দশে উঠে এসেছে। আক্রান্তের সংখ্যাটা ১লাখের গন্ডি ছাড়িয়েছে ফলে চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের কপালে। এই বিপদ কাটিয়ে উঠে প্রত্যেকেই এক নতুন সূর্যের অপেক্ষায়।

About Author