শনিবার দেশ জুড়ে পঞ্চম দফার লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পঞ্চম দফার এই লকডাউনে কার্ফুর সময় কমানো হলো। চতুর্থ দফার লকডাউনে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত অর্থাৎ ১২ ঘন্টা জারি ছিল নাইট কার্ফু। সেই কার্ফুর সময়সীমা এবার কমানো হলো। পঞ্চম দফার লকডাউনে নাইট কার্ফুর সময়সীমা কমিয়ে করা হলো ৮ ঘন্টা। রাত্রি ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে পঞ্চম দফার লকডাউনে। আগামী ৩০শে জুন পর্যন্ত চলবে এই কার্ফু।
চতুর্থ দফার নাইট কার্ফুর মতোই নিয়ম এই দফার নাইট কার্ফুতেও। কার্ফুর সময়ে বিশেষ কাজে ছাড়া বাইরে বেরোনো সম্পূর্ণ নিষিদ্ধ। প্রশাসনকে নির্দিষ্ট এলাকার মধ্যে ১৪৪ ধারা জারি করে কার্ফু বজায় রাখতে হবে বলে জানানো হয়েছে। যদিও পশ্চিমবঙ্গে চতুর্থ দফায় কোনো নাইট কার্ফুই হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “কার্ফু সাম্প্রদায়িক হানাহানির সময় জারি করা হয়। রাজ্যের এই পরিস্থিতিতে কার্ফু জারি করে সাধারণ মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক চাপ বাড়ানো হবেনা।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএদিকে পঞ্চম দফার লকডাউনে বেশ কয়েকটি বিষয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। ৮ই জুন থেকে শপিংমল, রেস্তোরাঁ, ধর্মীয় স্থান খোলা যাবে। কন্টেইনমেন্ট জোনে জরুরি পরিষেবা ছাড়া বাকিসব পরিষেবাই বন্ধ থাকবে। তবে অবশ্যই তা করোনা বিধি মেনেই খুলতে হবে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘোষণা করেছিলেন ৮ই জুন থেকে সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস খুলবে।