Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৩০ শে জুন পর্যন্ত লকডাউন চললেও কোন কোন ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে, জানুন

পঞ্চম দফার লকডাউন শুরু হচ্ছে আগামী ১ লা জুন থেকে। এই পঞ্চম দফার লকডাউন চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই দফার লকডাউনে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। কেন্দ্রের…

Avatar

পঞ্চম দফার লকডাউন শুরু হচ্ছে আগামী ১ লা জুন থেকে। এই পঞ্চম দফার লকডাউন চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই দফার লকডাউনে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।

কেন্দ্রের গাইডলাইনে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, জেনে নিন-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১) চতুর্থ দফায় নাইট কার্ফু লাগু করা হয়েছিল। সেই ক্ষেত্রে সময়সীমা ছিল সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৭টা পর্যন্ত। এই দফাতে তা কমিয়ে রাত ৯টা থেকে ভোর ৫টা অবধি লাগু থাকবে নাইট কার্ফু। এই সময় স্থানীয় প্রশাসন প্রয়োজনে সিআরপিসি ১৪৪ ধারা বলবৎ করতে পারবে।

২) আগামী ৮ জুন থেকে সমস্ত রেস্তোরাঁ, শপিংমল, হোটেল খোলার অনুমতি মিলেছে।

৩) ধর্মীয়স্থান ও খোলা রাখা যাবে। তবে এক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ঘোষণা করবে।

৪) কেন্দ্রের গাইডলাইনে বলা হয়েছে প্রথম ধাপে হোটেল, রেস্তোরাঁ, হসপিটালিটি সার্ভিস খুলে যাবার পর দ্বিতীয় ধাপে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা যেতে পারে। এই বিষয়ে জুলাই মাসে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে সেক্ষেত্রে রাজ্য সরকারকে সব শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে এবং অভিভাবকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এই  প্রতিষ্ঠান খুললেও কি ধরণের সাবধানতা মানতে হবে সেটা জানাবে স্বাস্থ্যমন্ত্রক।

About Author