Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পরিযায়ী শ্রমিকদের দূর্দশা থেকে করোনা ভাইরাস, সব কিছু নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে চিঠি লিখলেন মোদী

আজ শনিবার মোদি সরকারের দ্বিতীয় দফার বর্ষপূর্তি। কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় দফার এক বছর পূর্তিতে দেশবাসীকে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজকের এই চিঠিতে প্রধানমন্ত্রী মূলত করোনা ভাইরাস মোকাবিলায় ভারত…

Avatar

আজ শনিবার মোদি সরকারের দ্বিতীয় দফার বর্ষপূর্তি। কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় দফার এক বছর পূর্তিতে দেশবাসীকে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজকের এই চিঠিতে প্রধানমন্ত্রী মূলত করোনা ভাইরাস মোকাবিলায় ভারত যে ক্রমশ সাফল্যের দিকে এগোচ্ছে সেই সম্পর্কেই বার্তা দিয়েছেন। এর সাথে তিনি পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথাও চিঠিতে তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী চিঠিতে লিখেছেন যে তিনি সবার সাথে মিলেমিশে থাকতেই পছন্দ করেছেন। কিন্তু বর্তমান যা পরিস্থিতি যেখানে করোনা ভাইরাস ও তার জন্য দেশব্যাপী লকডাউন চলছে , তাই তিনি চিঠি লিখতে বাধ্য হলেন৷

মোদি চিঠিতে লিখেছেন, ‘আমি দিন-রাতকাজ করি৷ আমার মধ্যে কিছু ঘাটতি থাকতে পারে, কিন্তু দেশের মধ্যে কোনও ঘাটতি নেই৷ আমার আপনাদের উপর বিশ্বাস আছে, আপনাদের ক্ষমতা ও যোগ্যতা আমার চেয়ে অনেক বেশি৷’ দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান এই পরিস্থিতিতে কারোর কোনো অসুবিধা হয়নি। সেটা কোনও ভাবেই বলা যাবে না। তিনি পরিযায়ী শ্রমিকদের নিয়ে লিখেছেন, ‘আমাদের শ্রমিক, পরিযায়ী শ্রমিক, ক্ষুদ্র শিল্পের কারিগর, অন্যান্য কারিগর, হকার-সহ দেশের মানুষ খুব কষ্ট ও দূর্দশার মধ্যে রয়েছেন৷ তাঁদের এই সমস্যা থেকে মুক্তি দিতে একসঙ্গে সবাই জোটবদ্ধ হয়ে কাজ করছি।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মোদি চিঠিতে আরও বলেছেন, ‘কেন্দ্র গত এক বছরে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্তের জেরে দেশ এগিয়ে চলেছে৷ সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তা সত্ত্বেও ভারত এগিয়ে চলেছে৷ দেশের প্রতিটি মানুষকে গাইডলাইন মেনে চলা দরকার৷ মানুষ এখনও পর্যন্ত ধৈর্য রেখেছেন, পরেও রাখবেন বলে আমার বিশ্বাস রয়েছে। আর তাই ভারত আজ অন্য অনেক দেশের চেয়ে অনেক  জায়গাতে আছে।’

About Author
news-solid আরও পড়ুন