Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাস চলাচলের নতুন নিয়ম করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী ৮ই জুন থেকে সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। সাধারণ মানুষের অফিসে যেতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বাস নিয়ে নতুন ঘোষণা করলেন…

Avatar

আগামী ৮ই জুন থেকে সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। সাধারণ মানুষের অফিসে যেতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বাস নিয়ে নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “বাস না চললে অফিসে যেতে অসুবিধায় পড়বেন সাধারণ মানুষ। একইসাথে বাসের ভাড়া বৃদ্ধি হলেও তারা প্রবল সমস্যায় পড়বেন। যেহেতু লকডাউন ধীরে ধীরে উঠে যাচ্ছে তাই বাস মালিকদের বলছি, আপনারা বাসে যতগুলি আসন ততজনই যাত্রী নিন। তার বেশি কাউকে নেবেন না।” বাসে চড়লে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক বলে জানান মুখ্যমন্ত্রী।

চতুর্থ দফার লকডাউনেই বাস পরিষেবা চালু করার ঘোষণা করেছিল রাজ্য সরকার। বাসে সর্বোচ্চ ২০ জন করে যাত্রী নিয়ে পরিষেবা শুরু করার কথা বলা হয়েছিল। কিন্তু এভাবে বাস চালালে লোকসান হবে এই অভিযোগ তুলে রাস্তায় বাস নামাননি বেসরকারি বাস মালিকরা। বেসরকারি বাসের জায়গায় রাস্তায় বেড়েছিল সরকারি বাসের পরিমাণ। এবার সেই বাস নিয়ে নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর আগে একাধিকবার দেখা গেছে শহরের রাস্তায় সরকারি বাসে, নির্ধারিত আসনের থেকেও বেশি সংখ্যক মানুষ যাতায়াত করছেন। আসন ভর্তি হয়ে যাওয়ার পরেও সামাজিক দূরত্বের পরোয়া না করেই দাঁড়িয়ে যাতায়াত করছেন অনেকে। এই ঘটনা একদমই চলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সাধারণ মানুষের স্বার্থে যাত্রীবিধি শিথিল করা হচ্ছে। বাসে দাঁড়িয়ে যাওয়া যাবেনা কোনো মতেই।” কন্ডাক্টরকে জোর করে বাসে চড়া যাবেনা বলেও জানান মুখ্যমন্ত্রী।

About Author