Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আমফানে বিধ্বস্ত কলকাতাকে ফের সবুজ করার আশ্বাস দিলেন কিং খানের KKR

বাংলাতে গত বুধবার ২০ মে আছড়ে পড়েছিল সুপার সাইক্লোন আমফান। প্রায় ১৩৩ কিলোমিটার বেগে আসা এই ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিলো সবকিছু। এখনও তার রেশ কাটিয়ে উঠতে পারেনি মানুষজন। কলকাতায় কয়েক…

Avatar

বাংলাতে গত বুধবার ২০ মে আছড়ে পড়েছিল সুপার সাইক্লোন আমফান। প্রায় ১৩৩ কিলোমিটার বেগে আসা এই ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিলো সবকিছু। এখনও তার রেশ কাটিয়ে উঠতে পারেনি মানুষজন। কলকাতায় কয়েক হাজার গাছ উপড়ে গিয়েছিল। অনেক বাড়িঘর, যানবাহনের ক্ষতি হয়েছে। মারা গেছেন অন্তত ৮০ জন মানুষ। জেলাগুলিতে চারিদিকে ধ্বংসের চিত্র অব্যাহত। এবার এই আমফানে বিধ্বস্ত বাংলাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কিং খান। কলকাতা নাইট রাইডার্সের শীর্ষকর্তা শাহরুখ খান আবার তিলোত্তমাকে সবুজ ও সুন্দর করার আশ্বাস দিলেন।

কেকেআর ও মির ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আমফানের জন্য ক্ষতিগ্রস্ত কলকাতাকে আগের মতো করে আনার জন্য সাহায্য করতে চায়। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কেকেআর অর্থ সাহায্য করছেন। এই অর্থ দিয়ে ঝরে ক্ষতিগ্রস্ত এলাকাতে প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হবে। এছাড়া কেকেআর-র আরেক মালিক জুহি চাওলার নেতৃত্বে কলকাতাকে সবুজ করার জন্য ৫০০০ গাছের চারা রোপণ করার সিদ্বান্ত নেওয়া হয়েছে। এর আগেও এনার নেতৃত্বে কেকেআর কলকাতায় গাছ লাগানোর কাজ করেছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কেকেআর-এর সিইও ও এমডি ভেঙ্কি মাইসোর বলেছেন যে পশ্চিমবঙ্গ ও কলকাতা তাদের কাছে বিভিন্ন কারণে খুব স্পেশ্যাল। বহু বছর ধরে রাজ্য ও কলকাতার মানুষ কেকেআরকে সমর্থন ও ভালোবাসা দিয়েছে। তাই এইসময় দুর্গতদের পাশে থাকার জন্য এটা তাদের একটা ছোট্ট প্রচেষ্টা। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, রবীন্দ্র সরোবরে মোট ২২০ টি গাছ উপড়ে গেছে। এছাড়া সুভাষ সরোবর, আলিপুর চিড়িয়াখানাতে প্রচুর গাছ উপড়ে গেছে। এর মধ্যে বেশ কিছু গাছ বাঁচানোর চেষ্টা হচ্ছে।

About Author