বাংলাতে আমফানের তান্ডব শেষ। এবার অসমে শুরু বন্যা। অসমে একদিকে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আবার অন্যদিকে এসেছে বন্যা। এই বন্যার ফলে প্রায় ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বহু গ্রাম জলের তলায় চলে গিয়েছে। এদিকে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ পেরিয়ে গিয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৩৪। যা এতদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ রেকর্ড করেছে। অসমে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৬। যাঁদের মধ্যে ৬২ জন সুস্থ হয়েছেন, আর চারজনের মৃত্যু হয়েছে।
অসম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে লক্ষ্মীপুর, ধেমাজি, ডিব্রুগড়, গোয়ালপাড়া সহ একাধিক জেলা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জলের তলায় চলে গিয়েছে প্রায় ১২৭ টি গ্রাম। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ৫৭৯ হেক্টর জমির ফসল বন্যায় প্রভাবিত হয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গোয়ালপাড়া জেলাতে। সেখানে ৮৯টি গ্রামের প্রায় ২৩ হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন যে রাজ্যে খুব বড়সড় বন্যার মুখোমুখি হতে চলেছে। তাই রাজ্যের বাইরে থাকা মানুষদের উদ্দেশ্যে তিনি বলেছেন তারা যেন ১০ জুনের মধ্যে রাজ্যতে ফিরে আসেন।