Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা রোগীদের জন্য বিপদ হাইড্রক্সিক্লোরোকুইন! ব্যবহার বন্ধের নির্দেশ দিলো WHO

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথমে করোনা মোকাবিলায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহারে অনুমোদন দিলেও এখন এই ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। এই ওষুধ করোনা রোগীদের দেওয়ার ফলে তাদের কোনো উপকার হচ্ছে না,…

Avatar

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথমে করোনা মোকাবিলায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহারে অনুমোদন দিলেও এখন এই ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। এই ওষুধ করোনা রোগীদের দেওয়ার ফলে তাদের কোনো উপকার হচ্ছে না, বরং বিপদ আরও বাড়ছে। বিশ্ব স্বাস্থ সংস্থার কাছে এই ওষুধ সংক্রান্ত গবেষণা সামনে এসেছে। যা দেখে নিজেদের অনুমোদন করা হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনা ভাইরাসের হাত থেকে রেহাই পেতে গোটা বিশ্বেই এই ওষুধের কদর বেড়েছিল। ডোনাল্ড ট্রাম্প এই ওষুধের জন্য বেশি উৎসাহিত ছিলেন। ট্রাম্প চিকিৎসকদের পরামর্শ ছাড়াই এই ওষুধ ব্যবহার করেছিলেন। তিনি এই ওষুধ নেওয়ার জন্য ভারতকে হুমকিও দিয়েছিলেন। ভারতে সব থেকে বেশি এই ম্যালেরিয়ার ওষুধ তৈরী হয়। তাই এই ওষুধ করোনা রোগীকে রোগমুক্ত করা যাবে বলা হলেও বিশ্বের সব দেশি এই ওষুধের জন্য আগ্রহী হয়েছিলেন। কিন্তু বর্তমানে এই ওষুধ বিপরীত ক্রিয়া করছে তাই হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস বলেছেন, সম্প্রতি একটি গবেষণাপত্রে জানা গিয়েছে এই হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগের ফলে রোগীর মৃত্যুর সম্ভাবনা বাড়ছে। তাই যতদিন না রোগীর সুরক্ষার বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে, ততদিন পর্যন্ত করোনার কোনও চিকিৎসা পদ্ধতিতে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা যাবে না। এর ব্যবহারের ফলে রোগীর হৃদযন্ত্রের গতি বেড়ে যাচ্ছে। যা করোনা রোগীর জন্য খুব বিপদজ্জনক। তাই আপাতত এই ওষুধ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

About Author