Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা মোকাবিলায় কম দামে স্যানিটাইজার লঞ্চ করলেন সলমান খান

কৌশিক পোল্ল্যে: করোনা আবহে বর্তমানে স্যানিটাইজারের মূল্য আকাশছোঁয়া। সাধারন মানুষরাও যাতে নিজেদের হাত স্যানিটাইজ করে করোনার সাথে মোকাবিলা করতে পারে সেইজন্য স্বল্পমূল্যে স্যানিটাইজার লঞ্চ করল সলমান খানের নতুন ব্র্যান্ড ‘FRSH’।…

Avatar

কৌশিক পোল্ল্যে: করোনা আবহে বর্তমানে স্যানিটাইজারের মূল্য আকাশছোঁয়া। সাধারন মানুষরাও যাতে নিজেদের হাত স্যানিটাইজ করে করোনার সাথে মোকাবিলা করতে পারে সেইজন্য স্বল্পমূল্যে স্যানিটাইজার লঞ্চ করল সলমান খানের নতুন ব্র্যান্ড ‘FRSH’।

প্রথমে এই সংস্থার ডিয়ো এবং পারফিউম সহ অন্যান্য প্রসাধন সামগ্রী লঞ্চ করার কথা থাকলেও, করোনা পরিস্থিতিতে সবার আগে দরকার স্যানিটাইজার এমনটাই পরিকল্পনা করে তড়ঘড়ি এই প্রোডাক্টটি বাজারে আনলেন ভাইজান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সোশ্যাল মিডিয়া মারফৎ একটি ভিডিওতে সলমান এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানান। এই প্রোডাক্ট যত তাড়াতাড়ি সম্ভব সাধারন প্রসাধন সামগ্রীর দোকানগুলিতে পাওয়া যাবে। আপাতত এই স্যানিটাইজার কিনতে FRSHworld.com ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে হবে।

এটি ব্যবহারে হাত থাকবে জীবানুমুক্ত এবং এর সুগন্ধী এফেক্টে রিফ্রেশমেন্টও রয়েছে ভরপুর। এটির ১০০মিলি-র বোতলটি মাত্র ৫০টাকায় এবং ৫০০মিলি-র বোতলটি ২৫০টাকা মূল্যে পাওয়া যাবে। ফলে সাধারন মানুষও কম দামের এই স্যানিটাইজার ব্যবহার করতে পারবে সেই বিষয়ে আশাবাদী সলমান।

About Author