Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফিরে আসছে জাদু, নতুন চমক নিয়ে ঋত্বিকের ‘কৃশ ৪’

কৌশিক পোল্ল্যে: মার্ভেল সিরিজ আসার অনেক আগেই ভারত পেয়েছিল তার নতুন এলিয়েন বন্ধু ‘জাদু’কে। সহৃদয় এই এলিয়েন পৃথিবীতে পরিভ্রমনে এলেও কিছু ত্রুটিগত কারনে সে আর নিজের গ্রহে ফিরে যেতে পারেনি।…

Avatar

কৌশিক পোল্ল্যে: মার্ভেল সিরিজ আসার অনেক আগেই ভারত পেয়েছিল তার নতুন এলিয়েন বন্ধু ‘জাদু’কে। সহৃদয় এই এলিয়েন পৃথিবীতে পরিভ্রমনে এলেও কিছু ত্রুটিগত কারনে সে আর নিজের গ্রহে ফিরে যেতে পারেনি। পৃথিবীতে তার আলাপ হয় রোহিতের সঙ্গে এরপরই এগোতে থাকে গল্পের চাকা।

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোই মিল গায়া’ ছবিতে ঋত্বিক রোশন রোহিতের চরিত্রে অভিনয় করেন। তার বিপরীতে ছিলেন প্রীতি জিন্টা এবং তার মায়ের ভূমিকায় অভিনয় করেন অভিনেত্রী রেখা। সূর্যের রোদ পেয়ে শরীর চার্জড হওয়া এলিয়েন জাদুকে সাদরে গ্রহন করেছিল সিনেমাপ্রেমীরা। সিনেমার শেষে জাদু নিজের প্ল্যানেটে ফিরে যায়। এরপর এই ছবিরই আরও দুটি সিক্যুয়েল ‘কৃশ’ এবং ‘কৃশ ৩’ মুক্তি পেলেও এগুলির গল্প ছিল ভিন্ন। সুপারন্যাচরাল স্টোরির উপর ছবির প্লট থাকলেও সেখানে জাদুকে আর দেখা যায়নি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজ যাদুর কথা হঠাৎই কেন বলছি? তাহলে জেনেই নিন সুখবরটি। আপনার প্রিয় এলিয়েন জাদু আবারো ফিরে আসছে রাকেশ রোশনের ‘কৃশ ৪’ সিনেমার মাধ্যমে। এই ছবিটিও ‘কৃশ’ সিরিজের সিক্যুয়েল। জাদুর ফিরে আসার ইঙ্গিত খানিকটা জানিয়ে দিলেন অভিনেতা নিজেই। জাদুর জনপ্রিয়তার কথা মাথায় রেখেই সিনেমার চতুর্থ সংস্করনটিতে জাদুকে ফিরিয়ে আনার কথা চলছে।

ঋত্বিকের দেওয়া সুখবরে ফ্যানসরা উচ্ছসিত, জাদুকে নতুন করে পর্দায় দেখার জন্য উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। ছবির শ্যুটিং এখনও শুরু হয়নি তবে মুখ্য ভূমিকায় ঋত্বিকই থাকছেন। ছবির অভিনেত্রী হিসেবে প্রিয়াঙ্কা চোপড়া থাকবেন নাকি অন্য কেউ, সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

About Author