Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পরিযায়ী শ্রমিকদের জন্য ২৬০০ টি স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল

ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১০ দিনে ২,৬০০টি বিশেষ ট্রেন চালানো হবে। শনিবার রেলওয়ে বোর্ডের সভাপতি ভিকে যাদব একথা জানিয়েছেন ওই ট্রেনগুলিতে ৩৬ লক্ষ পরিযায়ী শ্রমিকদের তাঁদের রাজ্যে…

Avatar

ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১০ দিনে ২,৬০০টি বিশেষ ট্রেন চালানো হবে। শনিবার রেলওয়ে বোর্ডের সভাপতি ভিকে যাদব একথা জানিয়েছেন ওই ট্রেনগুলিতে ৩৬ লক্ষ পরিযায়ী শ্রমিকদের তাঁদের রাজ্যে ফেরত পাঠানো হবে। তিনি আরও জানিয়েছেন জানিয়েছেন গত ২৩ দিনে ২,৬০০ টি শ্রমিক স্পেশাল ট্রেনে প্রায় ৩৬ লক্ষ পরিযায়ী শ্রমিককে ফেরত পাঠানো হয়েছে।

তিনি এটাও বলেন যে সারা দেশের ১০০০টি টিকিট কাউন্টার চালু করা হয়েছে। আগামী দিনে আরও টিকিট কাউন্টার ধাপে ধাপে খোলা হবে। তিনি বলেন যে  গত চারদিন ধরে প্রতিদিন গড়ে ২৬০টি শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। ট্রেনগুলি করে দৈনিক ৩ লক্ষ শ্রমিক নিজেদের রাজ্যে ফিরে যাচ্ছেন। ১ জুন থেকে যে স্পেশাল ট্রেনগুলি চালু হতে চলেছে সেগুলির ভাড়া আগের ভাড়াই নেওয়া হবে। শ্রমিক স্পেশাল ট্রেনের ভাড়ার ৮৫ শতাংশ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আর বাকি ১৫ শতাংশ দিতে হচ্ছে সংশ্লিষ্ট রাজ্যকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১ জুন থেকে প্রতিদিন ১০০টি করে বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল। যদিও আগামী ২৬ মে পর্যন্ত বাংলাতে স্পেশাল ট্রেন না পাঠানোর জন্য অনুরোধ করেছেন রাজ্যের মুখ্য সচিব। রাজ্যের পক্ষ থেকে ট্রেন চালানোর প্রস্তাব দিলেই দ্রুত রাজ্যে ট্রেন পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।

About Author