Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বয়স মাত্র ২৭, ক্যান্সারে মারা গেলেন সলমানের এই সহ অভিনেতা

কৌশিক পোল্ল্যে: মাত্র ২৭য়েই সব শেষ হয়ে গেল। চলে গেলেন বলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা মোহিত বাঘেল। সলমান খানের সুপারহিট সিনেমা ‘রেডি’তে সহ অভিনেতা হিসেবে অভিনয়কারীর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে বলিমহল।…

Avatar

কৌশিক পোল্ল্যে: মাত্র ২৭য়েই সব শেষ হয়ে গেল। চলে গেলেন বলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা মোহিত বাঘেল। সলমান খানের সুপারহিট সিনেমা ‘রেডি’তে সহ অভিনেতা হিসেবে অভিনয়কারীর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে বলিমহল। অভিনেত্রী পরিনীতি চোপড়া থেকে শুরু করে বলিপাড়ার অন্যান্য সেলেবরাও তার মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন।

বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে দুরারোগ্য ক্যান্সার ব্যাধিই প্রান কেড়ে নিয়েছে এই অভিনেতার। জানা গিয়েছে গত বছরের ডিসেম্বর মাসেই তিনি ক্যান্সারে আক্রান্ত হন এরপর তার চিকিৎসাও চলছিল, কিন্তু শেষরক্ষা হল না, অকালে পরলোকে গমন করলেন মোহিত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১৯৯৩ সালে মথুরায় জন্মগ্রহন করেন এই অভিনেতা। শৈশব থেকেই সিনেদুনিয়ার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন ‘ছোটে মিঞা’ নামক একটি কমেডি শোয়ে। এরপর সলমান খানের ‘রেডি’ সিনেমার মাধ্যমে বলিউডে বড়সড় ব্রেক পান মোহিত। এই ছবিতে তার অভিনয় দর্শকদের মন কেড়ে নেয়।

এরপর সিদ্ধার্থ মালহোত্রা ও পরিনীতি চোপড়া অভিনীত ‘ জাবড়িয়া জোড়ি’তে অভিনয় করেন তিনি। সহ অভিনেতার মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পরিনীতি।

About Author