কৌশিক পোল্ল্যে: প্রিয়জনদের কাঁদিয়ে আবারো না ফেরার দেশে চলে গেলেন বলিপাড়ার অন্দরমহলের একজন, পরিচালক ডেবিভ ধাওয়ানের শ্যালিকা ও অভিনেতা বরুন ধাওয়ানের মাসি। কি কারনে তার মৃত্যু ঘটেছে সেটি এখনও স্পষ্ট নয়।
মাত্র আধ ঘন্টা আগেই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট মারফৎ অভিনেতা জানান তার কাছের মানুষ মাসি মারা গিয়েছেন। প্রিয় মাসির সঙ্গে একটি প্রানোজ্বল ছবি শেয়ার করে ক্যাপশনে গায়েত্রী মন্ত্র লিখে পোস্ট করলেন অভিনেতা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঘনিষ্ঠজনের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে ধাওয়ান পরিবার। ইনস্টাগ্রামে সাধারন মানুষ থেকে শুরু করে সোনম কাপুর, লারা দত্ত, মালাইকা অরোরা, মৌনি রায় সহ বহু তারকা নিজেদের শোকব্যক্ত করে অভিনেতার প্রতি সমবেদনা জানিয়েছেন।
বছরের শুরু থেকে আজ অবধি একের পর এক নক্ষত্রপতনে শোকস্তব্ধ টলিউড থেকে বলিউড, বাদ নেই খেলার জগৎ। তারই মাঝে আরও এক ক্ষত বয়ে আনল এই মৃত্যুসংবাদ।