Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্পেশাল ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে পরিবর্তন আনলো রেল

চতুর্থ দফার লকডাউনেই রেলের তরফ থেকে যাত্রী পরিবহনের জন্য ২০০ টি স্পেশাল ট্রেন চালানো হবে। ১ জুন থেকে এই পরিষেবা শুরু হবে। বৃহস্পতিবার থেকে ট্রেনের বুকিং শুরু করা হয়েছে। ইতিমধ্যেই…

Avatar

চতুর্থ দফার লকডাউনেই রেলের তরফ থেকে যাত্রী পরিবহনের জন্য ২০০ টি স্পেশাল ট্রেন চালানো হবে। ১ জুন থেকে এই পরিষেবা শুরু হবে। বৃহস্পতিবার থেকে ট্রেনের বুকিং শুরু করা হয়েছে। ইতিমধ্যেই কয়েক লক্ষ টিকিট বুকিং হয়ে গিয়েছে। আইআরসিটিসির সাইট খুলতেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। এই স্পেশাল ট্রেনের টিকিট একমাত্র বুকিং হয়েছে আইআরসিটিসির ওয়েবসাইট বা মোবাইল app থেকে। যেসব ট্রেনের টিকিট বুকিং হচ্ছে তার দুরন্ত, জনশতাব্দী, পূর্ব এক্সপ্রেস। তবে এবার থেকে রেলের টিকিট বুকিং-র নিয়মে বেশ কিছু পরিবর্তন করেছে রেল।

রেলের তরফে যে পরিবর্তন আনা হয়েছে, সেগুলি হল-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১) কোনও তৎকাল টিকিট বুকিং করা যাবে না।

২) RAC/ Waiting টিকিট দেওয়া হবে।

৩) এবার থেকে অ্যাডভান্স রিজার্ভেশনের সময় ৭ দিন থেকে বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে।

৪) প্রথম প্যাসেঞ্জার চার্ট যাত্রার ৪ ঘন্টা আগে তৈরী হবে। আর দ্বিতীয় চার্ট যাত্রার ২ ঘন্টা আগে তৈরী করা হবে।

৫) টিকিট মিলবে পিআরসি কাউন্টার, পোস্ট অফিস, যাত্রী টিকিট সুবিধা কেন্দ্র থেকে।

৬) এছাড়া কমন সার্ভিস সেন্টার ও আইআরসিটিসির এজেন্টদের কাছ থেকেও টিকিট পাওয়া যাবে।

৭) উপরিউক্ত নিয়মগুলি ২৪ মে থেকে বা যেসব ট্রেন ৩১ মে বা তারপর থেকে যাত্রা শুরু করবে সেই ট্রেনগুলির ক্ষেত্রে।

প্রসঙ্গত, আইআরসিটিসির তরফ থেকে বলা হয়েছে, যাত্রীদের ৩০ মিনিট আগে স্টেশনে পৌঁছাতে হবে। ট্রেনে খাবার খুব কম দেওয়া হবে। কোনো কম্বল দেওয়া হবে না। আর স্ক্রিনিং করা হবে।

About Author