Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভেঙে গেল নওয়াজউদ্দিনের ১১ বছরের দাম্পত্য জীবন

কৌশিক পোল্ল্যে: অবশেষে বিচ্ছেদ ঘটতে চলেছে আরও এক জনপ্রিয় বলিউড অভিনেতার সংসারে। অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির পত্নী আলিয়া লকডাউনের মধ্যেই বিচ্ছেদের নোটিশ পাঠালেন অভিনেতাকে। এই ঘটনার পূর্বে পরিস্থিতির আঁচ করতে পেরেই…

Avatar

কৌশিক পোল্ল্যে: অবশেষে বিচ্ছেদ ঘটতে চলেছে আরও এক জনপ্রিয় বলিউড অভিনেতার সংসারে। অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির পত্নী আলিয়া লকডাউনের মধ্যেই বিচ্ছেদের নোটিশ পাঠালেন অভিনেতাকে। এই ঘটনার পূর্বে পরিস্থিতির আঁচ করতে পেরেই সামান্য কানাঘুষো তো চলছিলই স্টুডিওপাড়ায়, তার উপর ঘৃতাহুতি দিয়ে দিয়ে বোমা ফাটালেন নত্তয়াজ পত্নী।

জানা গিয়েছে গত ৭ই মে আলিয়া বিচ্ছেদের নোটিশ পাঠান অভিনেতাকে। তবে ঠিক কি কারনে ১১ বছরের এই দাম্পত্য সম্পর্ক অবসানের পথে অগ্রসর হল সেই নিয়ে বিশেষ কিছু জানা যায়নি। সংবাদমাধ্যমকে আলিয়া জানান, সময় এলে তিনি সবকিছু জানাবেন। এখনও সবকিছু খুলে বলে সময় আসেনি বলেই মনে করছেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিচ্ছেদের আগেই নিজের নাম বদলে নেন আলিয়া। অঞ্জনা আনন্দ কিশোর পান্ডে নামে নিজের নোটিশ আইনিভাবে নথিভুক্ত করেছেন তিনি। কার্যত বিচ্ছেদ যে খুব শীঘ্রই হবে সে বিষয়টি স্পষ্টভাবেই জানিয়ে দিলেন নওয়াজ পত্নী। তাদের বিচ্ছেদের খবরে হতভম্ব গোটা বলিমহল। বিশেষত এত বছরের সম্পর্ক অবসানের পথে এগিয়েছে এমনটা মেনে নিতে পারছেন না অভিনেতার শুভাকাঙ্খীরা।

বিচ্ছেদের মূল কারন যথাসাধ্য গোপন রেখে আলিয়া জানান, ২০১০ সাল থেকেই অভিনেতার সঙ্গে তার সমস্যার শুরু হয়। এতদিন পর্যন্ত সবটাই মানিয়ে নিচ্ছিলেন তিনি, কিন্তু সমস্যার ঘনঘটা মাত্রাছাড়া হওয়ায় সম্পর্ক থেকে বেরিয়ে আসার কঠোর সিদ্ধান্ত নিতে হয় আলিয়াকে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে উত্তরাখন্ডের বাসিন্দা শিবা নামক এক মহিলার সঙ্গে নওয়াজের বিবাহ হয় কিন্তু মাত্র ছয় মাসের মধ্যেই সেই সম্পর্কের ইতি ঘটে। এরপরই অভিনেতা অঞ্জলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং অঞ্জলি নিজের নাম পালটে রাখেন আলিয়া সিদ্দিকি।

About Author