Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হাতের জাদুতে মুগ্ধ করা পিয়ানোর সুর, ছোট্ট ছেলেটির অবাক করা ভিডিও নেট দুনিয়ায়

কৌশিক পোল্ল্যে: ছোট শিশুদের প্রতিভা নিয়ে নতুন করে কিছুই বলার অপেক্ষা রাখে না। প্রতিনিয়ত উদাহরনস্বরূপ তাদের বিকশিত প্রতিভা ভাইরাল হয়ে ঘুরছে সোশ্যালের পাতায়। কখনো তারা অসাধারন নাচে মুগ্ধ করছেন নেটিজেনদের,…

Avatar

কৌশিক পোল্ল্যে: ছোট শিশুদের প্রতিভা নিয়ে নতুন করে কিছুই বলার অপেক্ষা রাখে না। প্রতিনিয়ত উদাহরনস্বরূপ তাদের বিকশিত প্রতিভা ভাইরাল হয়ে ঘুরছে সোশ্যালের পাতায়। কখনো তারা অসাধারন নাচে মুগ্ধ করছেন নেটিজেনদের, আবার কখনো গান গেয়ে বা ম্যাজিক দেখিয়ে চমকে দিচ্ছেন সকলকে। আজ এমনই একটি শিশুর অসাধারন প্রতিভার কথা আপনাদের সামনে তুলে ধরব। নাচ, গান বা ম্যাজিক কোনোটাই সে করে না, কিন্তু যেটা করতে পারে তা দেখলে আপনিও বলবেন, এই না হলে প্রতিভা।

এক খুদে ছেলে পিয়ানোয় বসে সুর তুলতে শুরু করে, সে তো ভালো কথা, এতে নতুনত্বের কি আছে? এমনটাই ভাবছেন তো! তাহলে আপনার জন্য রইল বড়সড় সারপ্রাইজ। ছেলেটির সব্যসাচী প্রতিভায় দুই হাতের আঙুলগুলি সমান দক্ষতায় দ্রুতগতিতে বাজিয়ে চলেছে পিয়ানো, কখনো দ্রুত আবার কখনো বা ধীরলয়ে তৈরি হওয়া এই সুরের জাদুতেই মেতেছেন সকল ইউজাররা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রীতিমতো অবাক করা ভিডিওতে খুদে ছেলেটির হস্তচালনা দেখলে সত্যিই আশ্চর্য হতে হয়। প্রবীন ও দক্ষ পিয়ানো বাদকের তুলনায় তার প্রতিভা কোনো অংশে কম নয় সেটাই যেন বুঝিয়ে দিতে চাইছে এই বালক। সমগ্র ভিডিওটি ফেসবুকের নজরে আসতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত উল্লেখ্য এই ভিডিওটি গত বছরেই প্রকাশ্যে আসে এবং সেই সময়ই এটি যথেষ্ট প্রশংসা ও সমাদর লাভ করে। এই লকডাউনের বাজারে পুরোনো স্মৃতি উসকে আরও একবার সোশ্যালের ওয়ালে উঁকি দিল এই ভিডিও। আরও একবার নেটিজেনদের উচ্ছাসে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ছোট্ট ছেলেটির হাতের যাদু প্রত্যক্ষ করতে অবশ্যই নীচের ভিডিওটি দেখে নিন।

About Author