Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কোলে হাঁস, সঙ্গে পোষ্য কুকুর, লকডাউনে তাদের নিয়েই বাড়ির পথে পরিযায়ী শ্রমিক

শ্রেয়া চ্যাটার্জি - বাড়ি ফিরতে মরিয়া হয়ে পড়েছেন পরিযায়ী শ্রমিকের দল। লকডাউনে ঘোষণা হওয়ায় তাই হেঁটে হেঁটেই বাড়ি ফিরেছেন অনেকে। মাথায় ব্যাগ, কোলে বাচ্চা নিয়ে বাড়ি ফিরছেন পরিযায়ী শ্রমিক এবং…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – বাড়ি ফিরতে মরিয়া হয়ে পড়েছেন পরিযায়ী শ্রমিকের দল। লকডাউনে ঘোষণা হওয়ায় তাই হেঁটে হেঁটেই বাড়ি ফিরেছেন অনেকে। মাথায় ব্যাগ, কোলে বাচ্চা নিয়ে বাড়ি ফিরছেন পরিযায়ী শ্রমিক এবং তার পরিবারের লোকজন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে আরেকটি ছবি, পরিযায়ী শ্রমিকের হাতে একটি হাঁস এবং একটি ছোট্ট কুকুর বাচ্চা। বাড়ি ফেরার পথে তাদেরও কোলে করে নিয়ে আসছেন। ফেলে রেখে আসতে পারেননি। কি করে আসবেন? তাদের কেউ যে তারা ছোটবেলা থেকেই সন্তান স্নেহে লালন-পালন করেছেন। ছোটবেলা থেকে থাকতে থাকতে এরাও পরিবারের একজন হয়ে যায়।

বাড়িতে শিশুরা থাকলে এরাও শিশুদের সঙ্গে বেশ মিশে যায়। করোনা ভাইরাস হওয়াতে প্রায় গোটা বিশ্ব জুড়ে লকডাউন চলছে। রাস্তাঘাট, যানবাহন, দোকানপাট সব বন্ধ। মানুষজনের আনাগোনা নেই। এমন পরিস্থিতিতে পথের কুকুর, বিড়াল যাতে করে একটু ভরপেট খেয়ে থাকতে পারে, সেই কারনে অনেক পশু প্রেমিকরাই হাতে খাবার নিয়ে রাস্তায় নেমে পড়েছেন তাদেরকে খাবার দিতে। পশুদের প্রতি ভালোবাসা না থাকলে এমনটা হয় না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পরিযায়ী শ্রমিকরা নিজের এত কষ্ট করে বাড়ি ফিরছেন তার উপরে আবার কোলে করে নিয়েছেন তাদের পোষ্যদের। হয়তো ছোটবেলা থেকেই তাদেরকে লালন-পালন করছেন তাই মায়া ত্যাগ করে এদেরকে সেই জায়গায় ফেলে রেখে আসতে পারেননি। সন্তান স্নেহের বুকে টেনে নিয়েছেন। পশুদের থেকে করোনা ছড়াতে পারে এই আতঙ্কে অনেকেই তাদের পোষ্যকে নিজেদের থেকে আলাদা করে দিয়েছেন। অসহায় হয়ে পড়েছে সেই পোষ্যের দল। এমন সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখা গেছে। যা খুবই অমানবিক, হৃদয়বিদারক ঘটনা।

About Author