Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অক্ষয়ের পরিবারে শোকের ছায়া, চলে গেলেন অক্ষয়ের প্রিয়জন

করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। পরিস্থিতি সামাল দিতে ঘোষিত হয়েছে লকডাউন। তবে এরই মাঝে শোকের ছায়া ঘনিয়ে এলো অক্ষয় কুমারের পরিবারে। কারণ শুক্রবার রাতে মারা গেছেন তার খুড়তুতো ভাই…

Avatar

করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। পরিস্থিতি সামাল দিতে ঘোষিত হয়েছে লকডাউন। তবে এরই মাঝে শোকের ছায়া ঘনিয়ে এলো অক্ষয় কুমারের পরিবারে। কারণ শুক্রবার রাতে মারা গেছেন তার খুড়তুতো ভাই শচীন কুমার। মুম্বাইয়ের সংবাদমাধ্যম অনুযায়ী হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি।

অভিনয় জগতে বেশ পরিচিত মুখ ছিল শচীন। একটা কাপুরের ধারাবাহিক ‘কাহানি ঘর ঘর কি’ তে দেখা যায় তাকে। শুধু তাই নয়, তার ছিলো ছবি তোলার শখ। ভাইয়ের মৃত্যুর খবর শোনার পরই তার বাড়িতে যান অক্ষয় কুমার। শুধু তিনিই নন, বলিউডের অনেকেই এই বিষয়ে শোক প্রকাশ করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অভিনেতা বিকাশ শেঠি লিখেছেন, “যদিও একসাথে কাজ করিনি তবে প্রতিটি গেট-টুগেদারে আমাদের দেখা হতো। কত জায়গায় একসাথে বেড়াতে গিয়েছি। সবই যেন এখন স্মৃতি হয়ে রয়ে গেলো।” এছাড়াও অভিনেতা রাকেশ পাল লিখেছেন, “তোমার ওই হাসিমুখ সারাজীবন মনে থাকবে ভাই। এতো তাড়াতাড়ি চলে গেলে।”

জানা গিয়েছে, অক্ষয়ের সাথে শচীনের সম্পর্ক বেশ ভালো ছিলো। তিনি মুম্বইয়ের ওবেরয় স্প্রিং-এ থাকতেন। এছাড়াও ওই কমপ্লেক্সে থাকেন রাজকুমার রাও, ভিকি কৌশল, চিত্রাঙ্গদা সেনের মতো অভিনেতারা। যদিও কিছু দিন আগে এক ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ায় ওই এলাকা সিল করে দেওয়া হয়। তবে এখন সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে।

About Author