Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা ঘোষণা অর্থমন্ত্রীর

দেশজুড়ে করোনা সংক্রমণ ক্রমাগত বেড়েই চলেছে। ঘোষিত হয়েছে চতুর্থ দফার লকডাউন। ফলে ধীরে ধীরে ভেঙে পড়ছে অর্থনৈতিক ব্যবস্থা। এই পরিস্থিতিতে ভারতীয় অর্থনীতিকে পুনরায় সচল করতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক…

Avatar

দেশজুড়ে করোনা সংক্রমণ ক্রমাগত বেড়েই চলেছে। ঘোষিত হয়েছে চতুর্থ দফার লকডাউন। ফলে ধীরে ধীরে ভেঙে পড়ছে অর্থনৈতিক ব্যবস্থা। এই পরিস্থিতিতে ভারতীয় অর্থনীতিকে পুনরায় সচল করতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর সাথে সাথে শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আরও একটি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। তার ঘোষণায় নতুন কর্মসংস্থানের উদ্দেশ্যে বেশ কিছু শিল্প ও লগ্নির কথা বলেন তিনি।

আসুন জেনে নিই সেগুলি কী কী-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১. প্রতিরক্ষার ক্ষেত্রে বিদেশি লগ্নির পথ খুলে দেওয়া এবং FDI-এর সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৭৪ শতাংশ করা হয়েছে।

২. বিমান পরিষেবায় বেসরকারিকরণের পথকে আরও বাড়িয়ে তোলা হয়েছে।

৩. বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে সংস্করণ এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বেসরকারিকরণের শুরু করা হবে।

৪. খনিজ পদার্থ, কয়লা, প্রতিরক্ষা উৎপাদন, আকাশসীমা ব্যবস্থাপনা, বিদ্যুৎবণ্টন, মহাকাশক্ষেত্র এবং পারমাণবিক বিদ্যুতের মতো বিষয়ে আরও ঘোষণা করা হবে।

৫. কয়লায় সরকারের আধিপত্য শেষ করে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। নতুন কয়লা ব্লকে উত্তোলনের কথাও বলা হয়েছে।

৬. ব্যবসায় সচলীকরণের কথা এবং ‘মেক ইন ইন্ডিয়া’য় জোর দেওয়ার কথা বলা হয়েছে।

উল্লেখযোগ্য, ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার ঘোষণায় কৃষি, মৎস্যচাষ, ডেয়ারি, পশুপালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রকে বিশেষ স্থান দিয়েছেন। তিনি বলেন কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শিল্প এবং লগ্নি টানতে সরকারের নানা ভাবনা রয়েছে। তবে আগামী কর্মসূচিগুলিতে কৃষিক্ষেত্র সংস্কারের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ায় ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে।

About Author