Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কৃষকদের আয় বাড়াতে নতুন উদ্যোগ কেন্দ্রীয় সরকারের

আত্মনির্ভর ভারত প্যাকেজের তৃতীয় দফার ঘোষণায় কৃষক শ্রেণীর জন্য বড় সিদ্ধান্ত ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লক ডাউনের ফলে কৃষক শ্রেণীর আয়ের যে হাল দাঁড়িয়েছে সে দিকে দৃষ্টি রেখে…

Avatar

আত্মনির্ভর ভারত প্যাকেজের তৃতীয় দফার ঘোষণায় কৃষক শ্রেণীর জন্য বড় সিদ্ধান্ত ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লক ডাউনের ফলে কৃষক শ্রেণীর আয়ের যে হাল দাঁড়িয়েছে সে দিকে দৃষ্টি রেখে কেন্দ্র সরকারের তরফে আইন সংশোধনের কথা জানানো হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের সকল স্থানে কোনো বাধা ছাড়াই কৃষকেরা যাতে তাঁদের ফসল বিক্রি করতে পারেন সেই জন্য আইনের প্রতি সংশোধন আনা হবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, অত্যাবশ্যকীয় পণ্য আইনে সংশোধন এনে কৃষকদের সকল জায়গায় অবাধে ফসল বিক্রি করতে অনুমতি দেওয়া হবে। কৃষকরা লক ডাউনের ফলে সংকটজনক পরিস্থিতিতে ফসলের যাতে সঠিক দাম পান ও যেকোনো প্রান্তে বিক্রি করে তাঁরা যাতে লাভবান হন সেই বিষয়েই অগ্রাধিকার দেবে কেন্দ্র। আত্মনির্ভর ভারত আর্থিক প্যাকেজে কৃষির পরিকাঠামোকে আরও উন্নতশীল করার জন্য ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কৃষকদের ফসল পরিবহনে ৫০ শতাংশ ছাড় দিয়েছে। যদিও কৃষকের তাঁর নিজের রাজ্যে ফসল পরিবহনে কোনো বাঁধা থাকবে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, পচনশীল ফসলের পরিবহনের উপর ছাড় মিলবে। কৃষির পরিকাঠামোকে উন্নত করার লক্ষ্যে যে যে খাতে কেন্দ্র প্যাকেজের ঘোষণা করেছে তার মধ্যে শস্য ভান্ডার, শস্য সংরক্ষণ ও হীম ঘর এর আওতায় থাকছে। কৃষকদের ফসল যেকোনো প্রান্তে বিক্রির উপর ছাড় দেওয়া হলে চাহিদা ও সরবরাহের শৃঙ্খল ঠিক থাকবে বলে মনে করছে কেন্দ্র সরকার। সেই কারনে কৃষকদের ফসল বিক্রিতে আইনের সংশোধনের কথা জানান অর্থমন্ত্রী।

About Author