Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা মোকাবিলায় ভারতকে বিপুল আর্থিক সাহায্য বিশ্ব ব্যাংকের

করোনা মহামারি পরিস্থিতিতে দেশের গরীব ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ভারত সরকারের সামাজিক সুরক্ষা প্রদানের কাজকে উৎসাহ দিতে বিপুল অংকের আর্থিক সাহায্য করতে এগিয়ে এসেছে বিশ্ব ব্যাংক। শুক্রবার, বিশ্ব ব্যাংকের তরফে…

Avatar

করোনা মহামারি পরিস্থিতিতে দেশের গরীব ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ভারত সরকারের সামাজিক সুরক্ষা প্রদানের কাজকে উৎসাহ দিতে বিপুল অংকের আর্থিক সাহায্য করতে এগিয়ে এসেছে বিশ্ব ব্যাংক। শুক্রবার, বিশ্ব ব্যাংকের তরফে এক বিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য করার ঘোষণা করা হয়েছে। করোনা মোকাবিলায় ভারতকে ২ বিলিয়ন মার্কিন ডলার সাহায্যের আশ্বাস দিয়েছিল বিশ্ব ব্যাংক। এর আগে স্বাস্থ্য খাতে এক বিলিয়ন মার্কিন ডলারের একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। এবার দ্বিতীয় দফায় বাকী এক বিলিয়ন অর্থ সাহায্যের কথা ঘোষণা করা হল।

‘বিশ্বব্যাপী কোভিড -১৯ মহামারির জন্য সরকারের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বিধি এবং লকডাউন সারা বিশ্বেই অভূতপূর্ব উপায়ে জারি করা প্রয়োজন হয়ে এসেছে।’ সংবাদমাধ্যমের সঙ্গে এক আলাপচারিতায় জানিয়েছেন ভারতে বিশ্ব ব্যাংকের ডিরেক্টর জুনাইদ আহমেদ। তিনি আরও বলেন, ‘এই ব্যবস্থাগুলি ভাইরাসটির সংক্রমণকে নিয়ন্ত্রণ করলেও, বিশেষ কিছু ক্ষেত্রে অর্থনীতি ও কর্মসংস্থানকে প্রভাবিত করেছে। বিশ্বের বৃহত্তম লকডাউন সহ ভারতও এই প্রবণতার বাইরে নয়।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এক বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতির মধ্যে ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ)-এর ঋণের থেকে পাওয়া যাবে। বিশ্বব্যাংক ছাড়াও আরেক ঋণপ্রদানকারী এবং পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (আইবিআরডি) থেকে ঋণ পাওয়া ২০০ মার্কিন ডলার।

About Author