Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নিম্নচাপের জের, সোমবার থেকে প্রবল ঝড়বৃষ্টি রাজ্যে, জানাল হাওয়া অফিস

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জন্য আগামী সোমবার এবং মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এমনই সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব রাজ্যে কতটা পড়বে তা…

Avatar

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জন্য আগামী সোমবার এবং মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এমনই সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব রাজ্যে কতটা পড়বে তা স্পষ্ট করে এখন কিছুই বলা যাচ্ছেনা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। রাজ্যের উপর এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়বে তা নির্ভর করছে ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির উপর।

নিম্নচাপের জের, সোমবার থেকে প্রবল ঝড়বৃষ্টি রাজ্যে, জানাল হাওয়া অফিস

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সম্ভবত ঘূর্ণিঝড় রাজ্যের গা ঘেঁষে চলে যাবে বাংলাদেশ এবং মায়ানমারের দিকে। সেক্ষেত্রে রাজ্যের উপর ঘূর্ণিঝড়ের প্রভাব খুব সামান্যই পড়বে। আবহাওয়া দপ্তর এও জানাচ্ছে যে, এই ঘূর্ণিঝড় আবার আছড়ে পড়তে পারে রাজ্যের উপকূলীয় অংশের একাংশে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের উপর নিম্নচাপটি ক্রমশই শক্তি সঞ্চয় করছে। শনিবার নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে রবিবার উত্তরপূর্বের দিকে এগোবে। আবহাওয়া বিদরা ঘূর্ণিঝড়টির উপরে নজর রাখছেন।

নিম্নচাপের জের, সোমবার থেকে প্রবল ঝড়বৃষ্টি রাজ্যে, জানাল হাওয়া অফিস

ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে ৭০-১১০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মঙ্গলবারের পর বুধবার এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহাওয়া দপ্তরের তরফে ইতিমধ্যেই মৎসজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা গভীর সমুদ্রে আছেন, তাদের ফিরে আসতে বলা হয়েছে।

About Author