Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাজারে আসছে Suzuki Swift-এর নতুন মডেল

মারুতি সুজুকি ডিজায়ার ভারতের সবচেয়ে বেশি বিক্রিত হওয়া গাড়িগুলির মধ্যে অন্যতম। সম্প্রতি এই গাড়ির নতুন মডেলটিতে বেশকিছু গঠনগত ও কার্যগত পরিবর্তন করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে লঞ্চ হতে চলেছে এই গাড়িটি।…

Avatar

মারুতি সুজুকি ডিজায়ার ভারতের সবচেয়ে বেশি বিক্রিত হওয়া গাড়িগুলির মধ্যে অন্যতম। সম্প্রতি এই গাড়ির নতুন মডেলটিতে বেশকিছু গঠনগত ও কার্যগত পরিবর্তন করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে লঞ্চ হতে চলেছে এই গাড়িটি। তবে প্রথমে জাপান এবং পরে অন্যান্য দেশে এটি লঞ্চ করা হবে বলে জানা গেছে। নতুন মডেলটির কিছু ছবি ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। যা থেকে বোঝা যাচ্ছে গাড়ির পরিবর্তন সম্পর্কে।

আসুন জেনে নিই ২০২০ সালের সুজুকি সুইফট এর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে –

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

1. অ্যান্ড্রয়েড ও অ্যাপল কারপ্লে সহ 7 ইঞ্চি স্মার্টপ্লে সিস্টেম।

2. পুশ বাটন স্টার্ট, অটোমেটিক এসি, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সাথে 4.2 ইঞ্চি কালার এমআইডি।

3. হানিকম্ব গ্রিল, উন্নত ফ্রন্ট ও রিয়ার বাম্পার।

4. 1.2 লিটার ইঞ্জিন দ্বারা তৈরি হবে 82 bhp এবং 113 Nm টর্ক।

5. এজিএস অটোমেটিক গিয়ার বক্স।

উল্লেখযোগ্য, 2018 সালে ভারতের বাজারে থার্ড জেনারেশন মারুতি সুজুকি সুইফট লঞ্চ হয়েছিলো। তখন থেকে এই মডেলটিতে কোনো বিশেষ পরিবর্তন করা হয়নি। অবশেষে এই পরিবর্তন এই সংস্থার জন্য খুবই লাভদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

About Author