Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রবিনার সৌন্দর্যে পাগল এক যুবক, বুকে লেখা রবিনা’র নাম, দেখুন ভিডিও

কৌশিক পোল্ল্যে: বলিউডের তারকাদের ফ্যান ফলোয়িং কত গভীর এবং মারাত্মক হতে পারে তা নানান সময়ে ভক্তদের বিভিন্ন কীর্তিকলাপের মাধ্যমেই খবরের শীর্ষে উঠে আসে। ভক্তদের অদ্ভুত কান্ডকারখানার সাক্ষী হয়ে তাজ্জব বনে…

Avatar

কৌশিক পোল্ল্যে: বলিউডের তারকাদের ফ্যান ফলোয়িং কত গভীর এবং মারাত্মক হতে পারে তা নানান সময়ে ভক্তদের বিভিন্ন কীর্তিকলাপের মাধ্যমেই খবরের শীর্ষে উঠে আসে। ভক্তদের অদ্ভুত কান্ডকারখানার সাক্ষী হয়ে তাজ্জব বনে যান সেলেবরাও, আর সকলকে ভাবতে বাধ্য করেন, এও কি সম্ভব! চলুন আজ এমনই এক উদাহরন আপনাদের সামনে তুলে ধরব যা দেখলে আপনিও বলবেন ইনি একজন ‘জ্যাবরা ফ্যান’ বটে।

নব্বইয়ের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী রবিনা ট্যান্ডন। অভিনেতা গোবিন্দার সঙ্গে একেবারে সুপারহিট জুটি। উভয়ের কেমিস্ট্রি ও একের পর এক অসাধারন ছবিতে মন কেড়েছিল দর্শকদের, সেই সঙ্গে রবিনার সৌন্দর্য নিয়ে তো আলাদা করে কিছুই বলার নেই, তিনি তো ‘আঁখিয়ো সে গোলি মারে’ন যা তার গানের কথাতেই স্পষ্ট। আজও তাকে নিয়ে বানানো হয় বহু গানের লাইন। সেই রবিনা ট্যান্ডনের এক অদ্ভুত ভক্তের দর্শন মিলল পাবলিক প্লেসে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভক্তের বুকে লেখা রবিনার নাম। অভিনেত্রীকে সামনে থেকে দেখতে পেয়েই একেবারে আনন্দে আত্মহারা, কি করবেন যেন বুঝেই উঠতে পারছেন না। অভিনেত্রীর হাতে কোনোরকমে একটি ফুল ধরিয়ে দিয়ে তারই সামনে মাটিতে প্রায় লুটিয়ে পড়ছিলেন, মুখ থেকে ক্রমাগত একটি নামই উচ্চারিত হচ্ছে, রবিনা….রবিনা। এরপর ভলেন্টিয়ার্সদের সাহায্যে পরিস্থিতি আয়ত্তে আসে। অনুরাগীর এই অদ্ভুত এবং মজাদার ভিডিওটি আবারো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

পুরোনো এই ভিডিওটি লকডাউনের মাঝে আরও একবার সোশ্যালের ওয়ালে শেয়ার হতে শুরু করেছে। অভিনয় জগত থেকে সরে এলেও রবিনার জনপ্রিয়তা এতটুকু কমেনি। আজও তার ভক্তরা তাকে মনে রেখেছেন। উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই ৪৬ বয়সী এই অভিনেত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে বসেন তার এক ভক্ত যা রীতিমতো শরগোল ফেলে দিয়েছিল নেটদুনিয়ায়, তবে তিনি সে সময় পরিস্থিতি খুব সুন্দরভাবে সামাল দেন।

About Author