Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মহ: রফির গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় তাক লাগাল এই ছোট্ট খুদে, দেখে নিন ভিডিও

কৌশিক পোল্ল্যে: আজকালকার প্রভিতাধর শিশুদের কান্ডকারখানা দেখলে সত্যিই অবাক হতে হয়। নানান অবাক করা ভিডিও প্রকাশ্যে আসছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। যদিও বেশ কিছু ভিডিও সত্যিই মন কেড়ে নেয় যা স্থান…

Avatar

কৌশিক পোল্ল্যে: আজকালকার প্রভিতাধর শিশুদের কান্ডকারখানা দেখলে সত্যিই অবাক হতে হয়। নানান অবাক করা ভিডিও প্রকাশ্যে আসছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। যদিও বেশ কিছু ভিডিও সত্যিই মন কেড়ে নেয় যা স্থান পায় ভাইরালের তালিকায়। অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন অনেকেই, তবে পাল্লা দিয়ে তাক লাগাচ্ছেন খুদে শিশুরা। আজ এমনই এক ভাইরাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরব।

একটি ছোট্ট ছেলে মাইকে হাতে গান গাইছে। মহ: রফির জনপ্রিয় গান ‘পুকারতা চালা হু ম্যায়’ তে গলা মিলিয়ে কী সুন্দর গাইছে ছেলেটি। তার গলার অপূর্ব কন্ঠে অসাধারন পরিবেশিত হয়েছে একটি সুন্দর উপস্থাপনা। ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। কমেন্টবক্সে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন এই ছোট্ট খুদেটিকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আমাদের সংবাদমাধ্যম খোঁজ নিয়ে শিশুটির পরিচয় সম্পর্কে কিছুটা তথ্য সংগ্রহ করেছে। ছোট্ট ছেলেটির নাম অভি তৃখা। ফেসবুক মাধ্যমে তার নিজস্ব একটি পেজও বর্তমান। জানা গিয়েছে সে মাইক গান গাইতে বেশ পছন্দ করে এবং প্রায়শই সোশ্যাল মাধ্যমে গান করে সেই ভিডিও পোস্টও করে নিজের পেজে। সেই সূত্রেই তার আরও একটি ভিডিও যুক্ত হল ভাইরালের তালিকায়।

এই ছোট্ট খুদেটির অসাধারন গানের প্রতিভা শুনে নিন নীচের ভিডিওতে।
About Author