Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের হাল ফেরাতে নিয়মে বদল আনলো কেন্দ্র

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন চলছে সারা দেশে। এর ফলে মার খাচ্ছে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো। তাই এই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের হাল ফেরাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয়…

Avatar

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন চলছে সারা দেশে। এর ফলে মার খাচ্ছে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো। তাই এই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের হাল ফেরাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোকে চাঙ্গা করতে বুধবার বেশ কয়েক দফা কর্মসূচির কথা ঘোষণা করেন।

অর্থমন্ত্রী জানান, দেশের বিভিন্ন অংশ থেকে তথ্য সংগ্রহ করছে সরকারের বিভিন্ন মন্ত্রক। সেই তথ্যের ভিত্তিতে তৈরি করা কেন্দ্রের এই আর্থিক প্যাকেজ। এই প্যাকেজ দেশের আত্মনির্ভরতা বাড়াতে সহায়ক হবে বলে জানান তিনি। এর ফলে প্রায় ৪৫ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ইউনিট উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একইসঙ্গে, স্থানীয় ব্র্যান্ডকে বিশ্বব্র্যান্ডের রূপ দেওয়ার জন্য বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে সরকার। করোনা বিপর্যয়ের মধ্যেও প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বিভিন্ন দেশে। এর আগেও গরীব মানুষের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। সরাসরি টাকা পাঠানো হয়েছে গরীব মানুষের অ্যাকাউন্টে। ৪০ দিনের মধ্যেই পিপিই ও ভেন্টিলেটর তৈরি করেছে ভারত।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এদিন সাংবাদিক সম্মেলনে জানান, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে মোট ১৫ দফা কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্র। তার মধ্যে ৬ দফা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বরাদ্দ করা হয়েছে। ৩ লক্ষ কোটি টাকার ফি দেওয়া হবে কোন রকম গ্যারান্টি ফি ছাড়াই। ১০০ কোটি টাকার লেনদেন হলে তবেই মিলবে ঋণ। এক বছরের জন্য দিতে হবে কোন সুদ।

About Author