লকডাউনের মধ্যেও আপনি যদি কমদামী অথচ বেশ ভালো স্মার্টফোন কিনতে চান, তবে আপনার জন্য রয়েছে সুখবর। সম্প্রতি স্যামসাং নিয়ে এসেছে দুর্দান্ত একটি সুযোগ। এই সংস্থার অফিসিয়াল সাইটে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ‘Mother’s Day With Galaxy’ নামের একটি অফার৷ 7ই মে থেকে শুরু হয়ে 13ই মে পর্যন্ত চলবে অফারটি।
জানা গেছে, এই অফারের আওতায় বিভিন্ন ইলেকট্রনিক জিনিসের ওপর বেশ ভালো রকম ছাড় পাওয়া যাবে। ফলে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, স্মার্টফোন এগুলি খুবই সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন সাধারণ মানুষ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই অফারের আওতায় সবচেয়ে বড়ো চমক হলো, 62 হাজার টাকা দামী গ্যালাক্সি এস নাইন ফোনটি পাওয়া যাবে মাত্র 22,999 টাকায়৷ অর্থাৎ আপনি যদি এখন ফোনটি কেনেন তবে 39,001 টাকা সাশ্রয় করতে পারবেন৷ আসুন ফোনটির বিশেষত্ব সম্পর্কে বিস্তারিত জেনে নিই –
ডিসপ্লেঃ 5.80 ইঞ্চি ডিসপ্লে। (রেজোলিউশন 1440×2960 পিক্সেল)
প্রসেসরঃ 1.7GHz অক্টা- কোর প্রসেসর।
অপারেটিং সিস্টেমঃ Android 8.1 Oreo।
র্যামঃ 3 জিবি।
স্টোরেজঃ 64 জিবি।
ক্যামেরাঃ 12 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা + 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারিঃ 3000 mAh।