Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হাওড়া-দিল্লি প্রথম ট্রেনের টিকিট শেষ মাত্র ১৫ মিনিটে

লকডাউনের এক মাসেরও বেশি সময় পরে আগামীকাল থেকে দেশে ১৫টি রুটে পুনরায় চালু হচ্ছে ট্রেন চলাচল পরিষেবা। গতকাল রাতে ভারতীয় রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানান হয়, ১২ই মে থেকে ট্রেন চলাচল…

Avatar

লকডাউনের এক মাসেরও বেশি সময় পরে আগামীকাল থেকে দেশে ১৫টি রুটে পুনরায় চালু হচ্ছে ট্রেন চলাচল পরিষেবা। গতকাল রাতে ভারতীয় রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানান হয়, ১২ই মে থেকে ট্রেন চলাচল শুরু হবে। আজ বিকেলে টিকিট বুকিং শুরুর মাত্র ১৫ মিনিটের মধ্যে হাওড়া থেকে দিল্লিগামী এসি ট্রেনের টিকিট শেষ হয়ে যায়। দিল্লি থেকে হাওড়াগামী ট্রেনের টিকিটও শেষ হয় একই গতিতে। ভারতীয় রেল বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, যাত্রীরা আইআরসিটিসির সাইটে টিকিট বুক করতে পারবে সোমবার বিকেল ৪টে থেকে। তবে প্রযুক্তিগত কারনের জন্য টিকিট বুকিং শুরু হয় সন্ধ্যা ৬টা থেকে।

মাত্র পাঁচ মিনিটে শেষ হতে থাকে হাওড়া থেকে দিল্লিগামী ট্রেনের প্রথম শ্রেণীর টিকিট। মোট ১০৭২ টি সিটের টিকিট মাত্র ১৫ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। একইভাবে দিল্লি থেকে হাওড়াগামী ট্রেনের টিকিটও শেষ হয় হু হু করে। রেলের তরফ থেকে জানান হয়েছে, এই টিকিট গুলির মূল্য রাজধানী টিকিটের সমান। আগামী বুধবার হাওড়া থেকে যে দ্বিতীয় ট্রেনটি ছাড়া হবে তার টিকিটও দ্রুত শেষ হচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আগামীকাল বিকেল ৫.০৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে দিল্লিগামী এসি ট্রেনটি। পরদিন সকাল ১০টা হাওড়া থেকে ট্রেনটি দিল্লিতে পৌঁছবে। প্রতিদিনই হাওড়া থেকে একইসময় ছাড়বে ট্রেন। অপরদিকে ১৩ই মে বুধবার বিকেল ৪.৫৫ মিনিটে দিল্লি থেকে ছাড়বে হাওড়াগামী ট্রেন। ট্রেনটিতে এস থ্রি টায়ার, টু টায়ার এবং এসি ফার্স্ট ক্লাস কামরা থাকবে। দিল্লি থেকে হাওড়ায় এসে ট্রেনটি পৌঁছবে পরদিন সকাল ৯.৫৫ মিনিটে।

তবে এই টিকিট কাটা যাচ্ছে ব্যক্তিগত প্রোফাইল থেকেই। আর এই টিকিট বুক করা যাবে ট্রেন যাত্রা শুরুর সাত দিন আগে। এত তাড়াতাড়ি টিকিট শেষ হওয়ার ফলে একটি বিষয় পরিস্কার, মানুষ এক শহর থেকে আরেক শহরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ছিলেন।

About Author