Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাস্তবের নায়ক ইরফান খানকে শ্রদ্ধা জানাতে পরিবর্তন করা হল গ্রামের নাম

ইহলোক ছেড়ে চিরকালের জন্য পরলোকে চলে গিয়েছেন বলিউডখ্যাত অভিনেতা ইরফান খান। তবে রেখে গেছেন হাজারো স্মৃতি। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার গোটা গ্রামের নাম পরিবর্তন করে দিলেন মহারাষ্ট্রের লগতপুরী গ্রামের…

Avatar

ইহলোক ছেড়ে চিরকালের জন্য পরলোকে চলে গিয়েছেন বলিউডখ্যাত অভিনেতা ইরফান খান। তবে রেখে গেছেন হাজারো স্মৃতি। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার গোটা গ্রামের নাম পরিবর্তন করে দিলেন মহারাষ্ট্রের লগতপুরী গ্রামের বাসিন্দারা। জানা গেছে, এই গ্রামের মানুষের কাছে তিনি ছিলেন আসল নায়ক সমান।

গ্রামের বাসিন্দারা যতবারই সমস্যা পড়েছেন, পাশে পেয়েছেন তাকে। শুধু তাই নয় বহু ছাত্রছাত্রীর পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। এছাড়াও তিনি এই গ্রামে খানিকটা জমি কিনেছিলেন। সুযোগ পেলেই নিজের পরিবার নিয়ে সময় কাটাতে আসতেন এখানে। গ্রামবাসীদের প্রয়োজনের কথা ভেবে দান করেছিলেন অ্যাম্বুলেন্স।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তাই গ্রামবাসীরা তাদের জীবনের বাস্তব নায়ককে শ্রদ্ধা জানিয়ে নিজেদের গ্রামের নাম পরিবর্তন করে রেখেছেন হিরো-চি-ওয়াদি। এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রামের জেলা পরিষদের সদস্য গোরখে বোড়কে জানিয়েছেন, “হিরো-চি-ওয়াদি কথাটির আক্ষরিক অর্থ হল হিরোর প্রতিবেশী৷ আমরা চাই সারাজীবন যাতে তার প্রতিবেশী হয়ে থাকতে পারি। এই কারণেই গ্রামের এইরূপ নাম রাখা হয়েছে।”

শোনা যায়, এই গ্রামটিতে ছিলো না কোনো সিনেমা হল। প্রায় ৩০ কিলোমিটার হেঁটে নিজেদের প্রিয় নায়কের সিনেমা দেখতে যেতেন তারা। তবে সব মায়া ত্যাগ করে চলে গিয়েছেন তিনি। সাথে রেখে গিয়েছেন হাজারো স্মৃতি।

About Author