Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাজারে আসছে RealMe Narzo সিরিজের স্মার্টফোন

পকেট সুলভ দাম এবং দুর্দান্ত ফিচারের জন্য রিয়েলমি স্মার্টফোনগুলি ভারতে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যেই এই সংস্থা আরও দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। জানা গেছে, 11ই মে তারা একটি ইভেন্টের…

Avatar

পকেট সুলভ দাম এবং দুর্দান্ত ফিচারের জন্য রিয়েলমি স্মার্টফোনগুলি ভারতে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যেই এই সংস্থা আরও দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। জানা গেছে, 11ই মে তারা একটি ইভেন্টের আয়োজন করেছে যেখানে Narzo 10 এবং Narzo 10A ফোনগুলি লঞ্চ করা হবে। করোনার জেরে স্বাভাবিকভাবে লঞ্চ না করে রিয়েলমির সোশ্যাল মিডিয়া চ্যানেলে এগুলি ই- লঞ্চ করা হবে।

তবে এই স্মার্টফোনগুলি গত 26শে মার্চ লঞ্চ করার কথা ছিলো। কিন্তু চলমান করোনা সংক্রমণের জেরে সেটি 26শে এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়। তবে সম্প্রতি গ্রীন এবং অরেঞ্জ জোনে এগুলিকে অনলাইন বিক্রির জন্য অনুমতি মিলেছে। আসুন ফোনগুলির ফিচার সম্পর্কে জেনে নিই-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Realme Narzo 10

  • ডিসপ্লেঃ 6.5 ইঞ্চি HD+ ওয়াটারড্রপ নচ LCD ডিসপ্লে রেজোলিউশন (1,600 x 720 পিক্সেল)
  • প্রসেসর: মিডিয়াটেক G80 SOC
  • র‍্যাম: 3/4 জিবি।
  • স্টোরেজ:  64 ও 128 জিবি।
  • রিয়ার ক্যামেরাঃ 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, 2-মেগাপিক্সেল B&W সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।
  • ফ্রন্ট ক্যামেরাঃ 16 মেগাপিক্সেল।
  • অপারেটিং সিস্টেমঃ Realme UI ভিত্তিক Android 10।
  • ব্যাটারি: 5000 mAh সাথে 18W ফাস্ট চার্জিং সিস্টেম।
  • দামঃ আনুমানিক 13,000-14,000 টাকা।

Realme Narzo 10A

  • ডিসপ্লেঃ 6.5 ইঞ্চি HD+ ওয়াটারড্রপ নচ LCD ডিসপ্লে (রেজোলিউশন 1,600 x 720 পিক্সেল)
  • প্রসেসরঃ মিডিয়াটেক Helio G70।
  • র‍্যামঃ 3 জিবি।
  • স্টোরেজঃ 32 জিবি।
  • রিয়ার ক্যামেরাঃ 12 মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা, 2 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর।
  • ফ্রন্ট ক্যামেরাঃ 5 মেগাপিক্সেল।
  • অপারেটিং সিস্টেমঃ Realme UI ভিত্তিক Android 10
  • ব্যাটারিঃ 5000 mAh সাথে 18W ফাস্ট চার্জিং সিস্টেম।
  • দামঃ আনুমানিক 9,000-10,000 টাকা।
About Author
news-solid আরও পড়ুন