খেলাফুটবল

করোনা যুদ্ধে বিশ্বকাপ জেতার জার্সি দান করলেন মারাদোনা

Advertisement
Advertisement

বিশ্বের ১০০ টির বেশি দেশে থাবা বসিয়েছে মারণ করোনা ভাইরাস। লক্ষ লক্ষ মানুষকে আক্রান্ত করার পাশাপাশি এই ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে বেশ কয়েক লক্ষ মানুষের। ফুটবলের রাজপুত্র হিসেবে খ্যাত দিয়েগো মারাদোনার আর্জেন্টিনাও এই ভাইরাসের হাত থেকে রক্ষা পায়নি। এই কঠিন পরিস্থিতিতে সরকারের পাশে দাঁড়াতেই এগিয়ে এসেছেন তারকা অভিনেতা অভিনেত্রী থেকে খেলোয়াড় সহ অন্যান্য ব্যক্তিরা। সেই তালিকায় নবতম সংযোজন ফুটবলের রাজপুত্র মারাদোনা।

Advertisement
Advertisement

করোনার বিরুদ্ধে লড়াইয়ের যারা রয়েছেন তাদের সাহায্য করতে এই কিংবদন্তী তার বিশ্বকাপ জেতা জার্সি দান করেছেন। ছিয়াশি বিশ্বকাপে তিনি ঐ জার্সি পরে মাঠে নেমেছিলেন। শুধু তাই নয় ঐ জার্সিটি দান করার তিনি তাতে অটোগ্রাফও দিয়ে দিয়েছেন।

Advertisement

জার্সিতে অটোগ্রাফের পাশাপাশি দিয়েগো মারাদোনা লিখেছেন, ‘‘আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠবোই৷’’ করোনা ভাইরাস প্রাদুর্ভাবে বিপর্যস্ত বড়ো ও উন্নত দেশগুলোর পাশাপাশি অপেক্ষাকৃত ছোট দেশ আর্জেন্টিনাও৷ সেখানেও আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ক্রমশ তার পাশাপাশি বেড়েছে মৃত্যুর হার৷ দেশবাসীর এমন বিপদে তাই সাহায্যে করতে এগিয়ে এসেছেন ফুটবলের রাজপুত্র। তাঁর দেওয়া জার্সি নিলাম করা হবে৷

Advertisement
Advertisement

সেখান থেকে প্রাপ্ত অর্থ করোনা আক্রান্তদের শুশ্রূষার কাজে ব্যবহার করা হবে৷ এর‌ই মধ্যে আর্জেন্টিনার দুর্গত সাধারণ মানুষের হাতে প্রয়োজনীয় খাদ্য ও মাস্ক বিতরণ করা হয়েছে। আর্জেন্টিনার মানুষ মারাদোনাকে শুধু ফুটবলা হিসেবে দেখেন না তাদের কাছে তিনি দেবতা হিসেবে পরিচিত৷ কঠিন সময়ে মারাদোনার এই অনুদান তাদের মনে আরও জায়গা আরও দৃঢ় হবে এবং চিরকাল রয়ে যাবে৷

Advertisement

Related Articles

Back to top button