Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে নেটফ্লিক্সে চমক, আসছে হাড়হিম করা ভয়ংকর সিরিজ ‘বেতাল’

কৌশিক পোল্ল্যে: লকডাউনে সময় কাটাতে জমাজমাট সিরিজ নিয়ে হাজির নেটফ্লিক্স। শাহরুখের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ’এর উপস্থাপনায় হাড়হিম করা এই হরর সিরিজের নাম ‘বেতাল’। হ্যাঁ নামটার সঙ্গে আমরা সকলেই কমবেশি পরিচিত।…

Avatar

কৌশিক পোল্ল্যে: লকডাউনে সময় কাটাতে জমাজমাট সিরিজ নিয়ে হাজির নেটফ্লিক্স। শাহরুখের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ’এর উপস্থাপনায় হাড়হিম করা এই হরর সিরিজের নাম ‘বেতাল’। হ্যাঁ নামটার সঙ্গে আমরা সকলেই কমবেশি পরিচিত। ‘বেতালপঞ্চবিংশতি’ হোক কিংবা ‘বিক্রম বেতাল’ যেখান থেকেই চিনে থাকুন না কেন, এই বেতালের সঙ্গে গল্পের বেতালের বেশ খানিকটা ফারাক। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক।

বহিরাগতদের আক্রমনে জর্জরিত গ্রামবাসীদের রক্ষা করতে একটি মিলিটারি অফিসারের দলকে ওই গ্রামে পাঠানো হয়। গ্রামে এসে তারা একটি রক্তখেকোদের আখড়ার সন্ধান পায়, যার নাম ‘বেতাল পাহাড়’। সেই অভিযান নিয়েই এক রোমহর্ষক ও ভয়ংকর সিরিজ ‘বেতাল’। গতকালই এর ট্রেলারটি মুক্তি পেয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গল্প অনুযায়ী ট্রেলারেও রয়েছে টানটান উত্তেজনা। ভয়ংকর জম্বিদের সঙ্গে যমে মানুষে টানাটানির সিক্যুয়েন্স অনুভব করতে পারবেন বেশ কিছু দৃশ্যে। বরাবরই তার অসাধারন ওয়েব সিরিজের জন্য খ্যাত নেটফ্লিক্স এবার নতুনরূপে ও নতুন গল্প নিয়ে হাজির লকডাউনের সময় দর্শকদের মন মাতিয়ে রাখতে। যদিও মুগ্ধ হবেন নাকি ভয় পাবেন সেটা তো আপনার উপরই নির্ভর করছে।

‘বেতাল’ মূলত একটি হরর সিরিজ, যার ক্লাইম্যাক্সেও ভরপুর থ্রিল বর্তমান। লোককথা অনুযায়ী, বেতাল খানিকটা ‘জম্বি’ প্রাণীর মতোই। সিরিজ প্রসঙ্গে পরিচালক প্যাট্রিক গ্রাহাম বলেছেন, “ঘোলের পর আমি একটু অন্যরকম ভয়ংকর সিরিজ করতে চেয়েছি, যেটা আরও অনেক বেশি রোমাঞ্চকর ও লোমহর্ষক।” ভারতীয় গল্পেও ‘জম্বি’ কনসেপ্ট বেশ বড়সড় জায়গা করে নিয়েছে সেটিই আরও বেশি করে প্রস্ফুটিত করলেন সিরিজের গোটা ইউনিট।

সিরিজে অভিনয় করতে দেখা যাবে বিনীত কুমার, আহানা কুমরা, সুচিত্রা পিল্লাই, জীতেন্দ্র জোশি, যতীন গোস্বামী, মনজিরি পুপালা, সাইনা আনন্দ সহ আরও অনেকে। রহস্য ও রোমাঞ্চে ভরপুর এই সিরিজটি মুক্তি পাচ্ছে ২৪শে মে শুধুমাত্র নেটফ্লিক্সে।

About Author