Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পরিযায়ী শ্রমিকদের ফেরাতে উদ্যোগ নিচ্ছে না বাংলা, মুখ্যমন্ত্রীকে চিঠি অমিত শাহের

বাংলায় করোনা ভাইরাসকে নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত চলছে। এবার বাংলার পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনোরকম সহযোগিতা করা…

Avatar

বাংলায় করোনা ভাইরাসকে নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত চলছে। এবার বাংলার পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনোরকম সহযোগিতা করা হচ্ছে না এবং ট্রেনের জন্য আবেদন করা হচ্ছে না। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহ।

চিঠিতে অমিত শাহ লিখেছেন যে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য রাজ্যের পক্ষ থেকে কোনো স্পেশাল ট্রেনের জন্য আবেদন করা হচ্ছে না। এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে কি ভাবনা রয়েছে বাংলার সরকারের, সেটার উত্তর মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন অমিত শাহ। এর আগেও রাজ্যের করোনা পরিস্থিতির হাল হকিকত জানার জন্য রাজ্যের মুখ্যসচিবের কাছে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্যের বেশ কিছু এলাকাতে ক্লিকডাউন ঠিকমতো মানা হচ্ছে না বলেও অভিযোগ এনেছে কেন্দ্র।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কেন্দ্র জানিয়েছে, রাজ্য সরকারগুলির সঙ্গে কেন্দ্রীয় সরকারের পারস্পরিক সহযোগিতায় পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আর এই পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য রেলের ভাড়া বাবদ ৮৫ শতাংশ ভর্তুকি দেবে কেন্দ্র এবং বাকি ১৫ শতাংশ রাজ্য সরকারগুলোকে দিতে হবে এরকম প্রস্তাব ও দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে রাজি হয়েই বিভিন্ন রাজ্যের সরকার তাঁদের বাসিন্দাদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিলেও পশ্চিমবঙ্গ সরকারের তরফে মাত্র দুটো ট্রেনের ব্যবস্থা করা ছাড়া আর কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করে কেন্দ্র।

About Author