Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে যেন কেউ অভুক্ত না থাকে, ১ টাকায় ইডলি দিচ্ছেন ৮০ বছরের বৃদ্ধা

শ্রেয়া চ্যাটার্জি - বর্তমানে ১ টাকায় বোধহয় একটা লজেন্স হয়। এখনকার বাজার মূল্য যা তাতে, ১ টাকায় কিছুই হয় না। কিন্তু ১ টাকায় অনেক গরীব মানুষরা পেট ভরে খাবার পাচ্ছে।…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – বর্তমানে ১ টাকায় বোধহয় একটা লজেন্স হয়। এখনকার বাজার মূল্য যা তাতে, ১ টাকায় কিছুই হয় না। কিন্তু ১ টাকায় অনেক গরীব মানুষরা পেট ভরে খাবার পাচ্ছে। এমনটা সম্ভব হয়েছে কোয়েম্বাটুর এর এক অধিবাসী ৮৫ বছরের বৃদ্ধা কামালাথালের জন্য। যিনি অনেকদিন ধরেই ১ টাকার ইডলি বিক্রি করে গরিব মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন।

এই বয়সেও সবকিছু নিজে করে তিনি প্রতিদিন তার এই কাজটি করে চলেছেন। প্রতিদিন সকাল বেলা ভোর না হতে হতেই উঠে পড়ে তিনি তার কাজ করতে শুরু করে দেন। এই দুর্দিনের বাজারেও তিনি কিন্তু ওই ১ টাকাতে ইডলি বেচেন, ১ পয়সাও দাম বাড়াননি। তিনি চান এই লকডাউনেও কোন একজন মানুষ যাতে অভুক্ত না থাকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করোনা ভাইরাসের জেরে মানুষের মধ্যে থেকে মানবিকতার অনেক ঘটনায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে। যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এই রকম পরিস্থিতিতে প্রত্যেকেরই উচিত তাদের সাধ্যমত প্রত্যেকের পাশে থাকা। তবেই তো আমরা প্রত্যেকে মিলে এই যুদ্ধে জয়লাভ করতে পারব। এমন ভয়ঙ্কর পরিস্থিতি কেটে যাবে ইতিহাস যা বলছে মহামারী বেশি দিন স্থায়ী থাকে না, কিন্তু এই সময়ে মানুষগুলোর অবদান তার সত্যিই ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে। ৮৫ বছর বয়সী এই মানুষটি ও তার কর্তব্যে অটল থেকে সাধারণ মানুষের পাশে রয়েছেন। সত্যিই মানুষটিকে কুর্নিশ জানাতে হয়।

About Author