Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

108 মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে শাওমি

দীর্ঘ অপেক্ষার পর শাওমি অবশেষে ভারতের বাজারে তার 5G স্মার্টফোন Mi 10 টি লঞ্চ করলো। করোনার জেরে এতোদিন পর্যন্ত এটির লঞ্চ স্থগিত রাখা হয়েছিলো। জানা গেছে এই ফোনটিতে বেশ কয়েকটি…

Avatar

দীর্ঘ অপেক্ষার পর শাওমি অবশেষে ভারতের বাজারে তার 5G স্মার্টফোন Mi 10 টি লঞ্চ করলো। করোনার জেরে এতোদিন পর্যন্ত এটির লঞ্চ স্থগিত রাখা হয়েছিলো। জানা গেছে এই ফোনটিতে বেশ কয়েকটি চমক রাখা হয়েছে। যেমন- 65 মিনিটেই 100 শতাংশ চার্জিং, কার্ভড ডিসপ্লে, বিভিন্ন ভিডিও অপশনসহ ক্যামেরা ইত্যাদি। কোরাল গ্রীন এবং টুইলাইট গ্রে রঙে উপলব্ধ এই ফোনটির সম্পূর্ণ ফিচার সম্পর্কে আসুন জেনে নিই –

ডিসপ্লেঃ  6.67 ইঞ্চি 3D কার্ভড AMOLED সম্পূর্ণ hd ডিসপ্লে (রেজোলিউশন 2340×1080 পিক্সেল), 90Hz রিফ্রেশ রেট সাথে গরিলা গ্লাস 5।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসেসর: কোয়ালকম Kryo 585 SoC সাথে Adreno 650 GPO।

র‍্যাম: 8 জিবি।

স্টোরেজ:  128 জিবি ও 256 জিবি।

অপারেটিং সিস্টেম: MIUI 11 ভিত্তিক অ্যান্ড্রয়েড 10।

রিয়ার ক্যামেরাঃ 108-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 13-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, 2-মেগাপিক্সেল ডেপথ্ সেন্সর, এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।

ফ্রন্ট ক্যামেরা:  20 মেগাপিক্সেল ।

ব্যাটারি:  4780 mAh ব্যাটারি সাথে 30W ওয়্যার্ড, 30W ওয়্যারলেস এবং 10W রিভার্স-ওয়্যারলেস চার্জিং সিস্টেম। শুধু তাই নয় USB Type-C reversible connector port, VoLTE HD calling ছাড়াও অন্যান্য বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে এই ফোনটিতে।

দামঃ 8GB+128GB স্টোরেজের ফোনটির দাম 49,999 এবং 8GB+256GB স্টোরেজের ফোনটির দাম 54,999 টাকা। তবে HDFC ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করলে 3000 টাকা অব্দি ছাড় পাবেন গ্রাহকেরা।

About Author