Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৪৬ বছরে বয়সেও বিয়ের প্রস্তাব পেলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন

সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই লকডাউনের দীর্ঘ গৃহবন্দী জীবনে মানুষ তার নিত্যদিনের নানা ঘটনা, প্রতিভা তুলে ধরছেন সকলের সামনে। বলিউড তারকারাও ভক্তদের সামনে রাখছেন তাদের বিভিন্ন নিবেদন। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় অভিনেত্রী রবিনা…

Avatar

সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই লকডাউনের দীর্ঘ গৃহবন্দী জীবনে মানুষ তার নিত্যদিনের নানা ঘটনা, প্রতিভা তুলে ধরছেন সকলের সামনে। বলিউড তারকারাও ভক্তদের সামনে রাখছেন তাদের বিভিন্ন নিবেদন।

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় অভিনেত্রী রবিনা ট্যান্ডনও ভীষণ সক্রিয়। ইনস্টাগ্রামে প্রায়ই তিনি ছবি শেয়ার করেন৷ বর্তমানে ৪৬ বছর বয়সী রবিনা ট্যান্ডন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হিল স্টেশনে ঘুরতে যাওয়ার পুরনো এক ছবি পোস্ট করেন। বর্তমানের মতো সেই ছবিও নজর কাড়ে সকলের। অভিনেত্রী ছবিটির ক্যাপশনে লেখেন, “তীব্র গরমে অসহ্য সময়ে মন চলে যায় বরফে, স্বপ্ন দেখে ছুটি কাটানোর৷”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

৪৬ বছরে বয়সেও বিয়ের প্রস্তাব পেলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন

সেই ছবিতে তার একজন ভক্ত বেশ মজাদার প্রশ্ন করে যার উত্তর বেশ মজার আঙ্গিকেই দিয়েছেন নায়িকা। ভাইরাল হয় তার পোস্টটি। রবিনা ট্যান্ডনের ভক্ত তার সেই ছবিতে জিজ্ঞেস করেন, আগামী জন্মে তাকে রবিনা বিয়ে করবেন কি না, ভক্তের এ হেন প্রশ্নের উত্তরে রবিনা বলেছেন, তিনি আগামী ৭টি জন্মের জন্য বুক হয়ে গিয়েছেন৷ নায়িকার ছবি ও কমেন্ট দুই ই বেশ পছন্দ হয়েছে তাঁর ভক্তদের তা বোঝাই যাচ্ছে পোস্টটির কমেন্টের প্রতিক্রিয়ায়।

About Author