Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন ফিচারসহ ভারতে আসছে Ducati-র নতুন বাইক

নতুন Ducati Multistrada 950 বাইকটি ভারতের বাজারে এই বছরের শেষের দিকে লঞ্চ হতে চলেছে। তবে সূত্র থেকে জানা গেছে যে, এই বছরের প্রথম দিকেই এটি লঞ্চ করার কথা ছিলো। কিন্তু…

Avatar

নতুন Ducati Multistrada 950 বাইকটি ভারতের বাজারে এই বছরের শেষের দিকে লঞ্চ হতে চলেছে। তবে সূত্র থেকে জানা গেছে যে, এই বছরের প্রথম দিকেই এটি লঞ্চ করার কথা ছিলো। কিন্তু করোনার জেরে সেই পরিকল্পনা ব্যর্থ হয়। তবে সৌভাগ্যক্রমে ইটালিয়ান মোটরবাইক নির্মাণকারী সংস্থা এই বাইক লঞ্চ অনির্দিষ্টকালের কালের জন্য স্থগিত না করে কয়েক মাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Ducati india এর তরফে জানা গেছে তারা Multistrada 950 এবং 950 S এই দুটি মডেল লঞ্চ করতে চলেছে। আপডেট করার পর অনেকগুলি নতুন ফিচারসহ বাইকগুলি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আসুন জেনে নিই এর ফিচার সম্পর্কে –

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

1. Multistrada 950 S বাইকটিতে রয়েছে সম্পূর্ণ LED হেডলাইট সাথে Ducati কর্নারিং লাইট, ব্যাকলিট হ্যান্ডেলবার কন্ট্রোল।

2. একটি নতুন 5 ইঞ্চি কালার TFT ডিসপ্লে, হ্যান্ড ফ্রি ইগনিশন সিস্টেম, ক্রুস কন্ট্রোল, Ducati স্কাই হুক সাসপেন্সন এবং কুইক শিফট।

3. Ducati multistrada 950 আগের মতো একই Testastretta 11 ইঞ্জিন দ্বারা চালিত হতে চলেছে।

4. 937 cc এর লিকুইড-কুলড ইঞ্জিনটি 96 Nm টর্কের সাহায্যে সর্বোচ্চ 111 bhp শক্তি সরবরাহ করবে।

5. এটির স্লিপার ক্লাচ চলাচলকে অনেক সহজ করে তোলে। অন্যদিকে ক্যুইক শিফট প্রযুক্তি, ক্লাচ ব্যবহার ছাড়াই আপ শিফট এবং ডাউন শিফটকে সক্ষম করে।

উল্লেখযোগ্য ব্যাপার হলো, এই বাইকটি মার্চে লঞ্চ হওয়া 2020 Honda Africa twin এবং আগত Triumph Tiger 900 এর সাথে প্রতিদ্বন্দ্বীতার মুখোমুখি হতে পারে।

About Author
news-solid আরও পড়ুন