কিশোর সোনু নিগমের কন্ঠে শোনা গেল মহাভারতের গান। সোনু নিগমের পুরনো এক ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল নেটদুনিয়ায়। এই ভিডিওতে জনপ্রিয় গায়ক সোনু নিগমকে মহাভারতের টাইটেল সং টি গান করতে দেখা যাচ্ছে, ভিডিওটি ১৯৮৯ সালের। সেই সময় মাত্র ১৬ বয়সী কিশোর সোনু নিগমকে গান গাইতে দেখে মুগ্ধ তার ভক্তরা।
বিশ্বজুড়ে করোনার জন্য লকডাউন চলছে, এই সময় দুবাইতে আটকে রয়েছেন গায়ক সোনু নিগম। ২০১৭ সালে সোনু নিগমকে নিয়ে শুরু হওয়া আজান বিতর্ককে ঘিরে বলিউডের এই গায়ককে গ্রেফতার করা উচিত বলে অনেকে মতপ্রকাশ করেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদুবাইতে থাকাকালীন সেই পুরনো ভিডিও আবার ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই সময় সোনু নিগমের আজান মন্তব্যের প্রেক্ষিতে ট্যুইট এবং তার প্রত্যুত্তরে পালটা ট্যুইটে উত্তেজনা ছড়ায় সোশ্যাল মিডিয়ায়।