Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজ রাতেই আকাশে খসবে তারা, খালি চোখেই দেখা যাবে এইরূপ দৃশ্য

আজ রাতেই হবে উল্কাপাত। খালি চোখেই দেখা যাবে এই উল্কাপাত। একদম ঠিক পড়ছেন। আজ রাতেই আকাশে উল্কাপাত হতে চলেছে। আপনার ভাগ্য ভালো থাকলে এক ঘন্টায় অনেক তারা খসা দেখতে পারেন।…

Avatar

আজ রাতেই হবে উল্কাপাত। খালি চোখেই দেখা যাবে এই উল্কাপাত। একদম ঠিক পড়ছেন। আজ রাতেই আকাশে উল্কাপাত হতে চলেছে। আপনার ভাগ্য ভালো থাকলে এক ঘন্টায় অনেক তারা খসা দেখতে পারেন। এই তারা খোসা নিয়ে এক কাহিনী আছে যে যারা এই তারাখসার সময় কিছু চায় ,তাদের মনের আশা পূরণ হয়।

এই তারাখসা দক্ষিণ গোলার্ধ থেকে সবচেয়ে বেশি আর সবচেয়ে ভালো দেখা যাবে, কিন্তু উত্তর গোলার্ধের ক্ষেত্রে দেখা যেতে পারে, তবে সম্ভাবনা কিছুটা কম আছে। আকাশে মেঘের উপস্থিতি না থাকলে আর আপনি যদি বেশ কিছুক্ষন ধৈর্য্য ধরে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন তাহলে এই অপরূপ দৃশ্যের সাক্ষী থাকবেন আপনিও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রতি বছরই এপ্রিল মাসের মাঝামাঝি থেকে মে মাসের শেষে দিকে হ্যালির ধূমকেতুর এ্যাকুয়ার ইট থেকে এই তারা খসে।  এবারও সেটাই হবে। অনেক সংখ্যক তারাখসা দেখার সৌভাগ্য হতে পারে। মূলত অস্ট্রেলিয়া থেকে এই তারাখসা ভালো দেখা যায়, উল্কাপাতের সঠিক কোণে উপস্থিত রয়েছে অস্ট্রেলিয়া।

About Author